লোকসভায় তৃণমূলের নতুন মুখ্য সচেতক হলেন বারাসতের দীর্ঘদিনের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র গৃহীত হওয়ায় লোকসভায় নতুন মুখ্য সচেতক নির্বাচিত করল তৃণমূল।
লোকসভায় মুখ্য সচেতকের দায়িত্ব ছাড়তে চেয়ে সোমবার বিকেলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন কল্যাণ। মঙ্গলবার সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন দলের সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে কাকলিকে লোকসভার নতুন মুখ্য সচেতক নির্বাচনের কথা জানানো হয়েছে। অন্যদিকে কাকলির ছেড়ে যাওয়া লোকসভার উপ দলনেতা বা ডেপুটি লিডার পদে বেছে নেওয়া হয়েছে বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে।
বেশ কিছুদিন ধরেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাগবিতণ্ডা চলছে, যা আদৌ ভালোভাবে নেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই লোকসভায় দলের দায়িত্ব থেকে কল্যাণকে সরানো হল বলে মনে করছে রাজনৈতিক মহল। ঘনিষ্ঠ মহলে কল্যাণের দাবি, তিনি লোকসভায় দলের যাবতীয় কাজ সামলালেও তাঁর কৃতিত্ব নিয়ে যান ইংরাজি বলা সাংসদ মহুয়া। প্রতিবাদে সোমবার বিকেলে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ ছাড়তে চেয়ে ইস্তফা দেন তিনি।
তাঁর সাফ কথা, তিনি চিফ হুইপ ছিলেন। যদি সমন্বয়ে সমস্যা হয়ে থাকে, তাহলে তাঁর থাকার দরকার নেই। সে কারণেই তিনি ইস্তফা দিচ্ছেন। শুধু তাই নয়, সংসদে পিছনের দিকে বসার ইচ্ছাও প্রকাশ করেন কল্যাণ।
তবে কল্যাণের অভিমান ভাঙাতে আসরে নেমেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭ অগস্ট কল্যাণকে বৈঠকে ডেকেছিলেন তিনি। কিন্তু তার আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করলেন সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।
দলের নির্দেশ পেয়ে মঙ্গলবার থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন কাকলি। এদিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেন তিনি। অন্যদিকে, কাকলির ছেড়ে যাওয়া ডেপুটি লিডারের দায়িত্ব সামলাচ্ছেন শতাব্দী রায়। নতুন দায়িত্বের জন্য কাকলি এবং শতাব্দীকে এক্স পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন মহুয়া।
Leave a comment
Leave a comment