বহু ঢাকঢোল পিটিয়ে, বহু প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ হতেই তা নিয়ে তৈরি হল নানা প্রশ্ন। অনেকেই বলছেন এত বড় আয়োজনের পর যা প্রত্যাশা করা হয়েছিল তা মেলেনি। যেমন ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশাই প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির। তাঁর মতে, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনও প্রতিফলন হয়নি। সময় নিউজ এই তথ্য দিয়েছে।
এই ঘোষণাপত্র বাস্তবায়নের স্পষ্ট কোনও নির্দেশিকা নেই বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব।সংবাদমাধ্যম যুগান্তরের তথ্য অনুযায়ী দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মহম্মদ তাহের বলেছেন, ‘ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ অগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনও নির্দেশিকা নেই।’
ডা. তাহের আরও জানিয়েছেন যে আন্দোলনে শহিদ পরিবার কিংবা যারা পঙ্গু তাদের বিষয়েও কোনো স্পষ্ট নির্দেশিকা নেই এই ঘোষণাপত্রে। যারা শহিদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল, ভাতা দেওয়ার কথা ছিল। তাঁর অভিযোগ ,এসব কোনও বিষয়েই ঘোষণাপত্রে স্পষ্ট নির্দেশিকা নেই।
তবে শুধু জামায়াতে ইসলামীই নয়, প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপিও।
প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা নজরুল ইসলাম জানিয়েছেন, তাঁর দল যা যা চায়নি, তারও কিছুটা প্রতিফলন হয়েছে এই ঘোষণাপত্রে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটা বলা হলেও পরে ভালোভাবে পড়ে বিশ্লেষণ করে মন্তব্য করবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।
তবে প্রত্যাশা মতই জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
