যে কোনও খেলাতেই কেউ ম্যান অফ দ্যা ম্যাচ হলে তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হয় অর্থ। এছাড়া দেওয়া হয় স্মারকও। তা বলে ম্যাচের সেরার পুরস্কার আলু! এমনটা কেউ কখনও দেখেছে নাকি শুনেছে? কিন্তু এমন ঘটনাই ঘটেছে ডেনমার্কের ফার্স্ট ডিভিশন ফুটবল লিগে।
সেখানে ম্যাচের সেরা হওয়ার সুবাদে ট্রাকভর্তি আলু পুরস্কার পেয়েছেন ফরাসি সেন্টার ব্যাক ম্যাক্সিম সউলাস।
রবিবার ডেনমার্কের প্রথম ডিভিশন ফুটবল লিগে নরশেল্যান্ডর বিরুদ্ধে নেমেছিল সোনারইয়ুস্কা ক্লাব। নরশেল্যান্ডকে সেই ম্যাচে ৩–২ গোলে হারায় সোনারইয়ুস্কা ক্লাব। দলের হয়ে প্রথম গোলটি করার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন ম্যাক্সিম সউলাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় এক ট্রাকভর্তি আলু। জানা গিয়েছে, ৫৫ কেজি আলু পুরস্কার হিসেবে পেয়েছেন সউলাস।
অবশ্য ফুটবল মাঠে এমন অদ্ভুত পুরস্কার এই প্রথম নয়। ডেনমার্ক বা নরওয়েতে এ ধরণের পুরস্কার প্রায়শই দেওয়া হয়। একবার নরওয়ের একটি ম্যাচে সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল ৪ ট্রে ডিম। আরেকবার দেওয়া হয়েছিল ভেড়ার বাচ্চা। পুরস্কারটি স্মরণীয় করে রাখতেই এ ধরণের প্রথা চালু নরওয়ে-ডেনমার্কে।
এ দিকে ৫৫ কেজি আলু পেয়ে রীতিমত উচ্ছ্বসিত সউলাস। কিন্তু এত আলু একা কে খেতে পারে? অভিনব পুরস্কার পেয়ে ফরাসি সেন্টার ব্যাক জানিয়েছেন, ‘আলুগুলি আমাদের ক্লাবের ক্যাফেটেরিয়াতে দিয়ে দিয়েছি। এছাড়া কিছু আলু দেওয়া হয়েছে সুপ কিচেনে।’ জানা গিয়েছে, পুরস্কার হিসেবে আলু দেওয়ার অন্যতম কারণ হল কৃষিকাজ এবং সেইসঙ্গে প্রকৃতির প্রতি সম্মান জানানো।