টুর্নামেন্টের ভেন্যু, হায়াত রিজেন্সি হোটেলে মাঝরাতে অগ্নিকাণ্ড। একদিন পিছিয়ে গেল চেন্নাই গ্র্যান্ড মাস্টার দাবা। ১ কোটি টাকা পুরস্কার মূল্যের ফিডে অনুমোদিত এই টুর্নামেন্টটি বূুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল। প্রতিযোগিতার তৃতীয় সংস্করণে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ১০ জন গ্র্যান্ড মাস্টার এবং ১০ জন ইন্টারন্যাশনাল মাস্টার দাবাড়ু। শুধু আর্থিক পুরস্কারই নয়, দাবার মূল্যবান এলো রেটিং মেলে এই টুর্নামেন্টে ভালো ফল করলে।
চেসবেস ইন্ডিয়ার পক্ষ থেকে লেখা হয়েছে, হায়াত রিজেন্সি হোটেলের দশ তলায় ইলেকট্রিক শর্ট সার্কিটে জেরে অগ্নিকাণ্ডের ঘটনা। যার জেরে ধোঁয়ায় ঢেকে যায় হোটেলের বেশ কিছু ফ্লোর। দাবাড়ু সহ আবাসিকদের দ্রুত ও নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয় পাশের একটি হোটেলে। টুর্নামেন্টের ডিরেক্টর তথা গ্র্যান্ড মাস্টার দাবাড়ু শ্রীনাথ নারায়ণন জানিয়েছেন, সব দাবাড়ুই নিরাপদে ও সুস্থ আছেন।
চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স চেস টুর্নামেন্টের সূচি স্থির হয়েছিল ৬ থেকে ১৫ আগস্ট। প্রাথমিক সূচি অনুযায়ী, ১১ অগাস্ট ছিল বিরতি বা রেস্ট ডে। বুধবার প্রথম রাউন্ড শুরু না হওয়ায়, টুর্নামেন্টের রেস্ট ডে আর থাকবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। হোটেলের যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে পরীক্ষা ও পর্যালোচনার পরে, বুধবারই দাবাড়ুদের ভেন্যুতে ফিরিয়ে আনা হয়েছে। জানানো হয়েছে বৃহস্পতিিবার শুরু হবে প্রথম রাউন্ডের খেলা।
চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স চেস টুর্নামেন্টে বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ কিংবা সদ্য মেয়েদের বিশ্বকাপ জয়ী দিব্যা দেশমুখ না থাকলেও, রয়েছেন গ্র্যান্ড মাস্টার অর্জুন এরিগাইসি। তেলেঙ্গানার এই দাবাড়ু গ্র্যান্ড মাস্টার খেতাব জিতেছিলেন ১৫ বছরে পা দেওয়ার আগে। বর্তমানে বছর ২১-এর ভারতীয় গ্র্যান্ডমাস্টার এরিগাইসি এবারের টুর্নামেন্টে শীর্ষ বাছাই।
