পহেলগামের পরিপ্রেক্ষিতে যোগ্য জবাব দিতে ভারত পাকিস্তানের ওপর আঘাত হেনেছিল। অপারেশন সিঁদুরের ধাক্কায় চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। এদিকে আবার চীনের দিক থেকেও মাঝে মাঝে আসে হুমকি। তাই দেশের সুরক্ষা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র করার লক্ষ্যে ৬৭ হাজার কোটি টাকার অস্ত্র কেনার চুক্তি অনুমোদন করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।
এই চুক্তি অনুযায়ী ১১০টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনা হবে। কেনা হবে ৮৭টি সশস্ত্র ড্রোন। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরহিত্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই ৬৭ হাজার কোটি টাকার অস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরকার মাঝারি পাল্লার ৮৭টি সশস্ত্র ড্রোন কিনবে। একই সঙ্গে কিনবে ১১০টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। ৬০ শতাংশ ভারতীয় উপকরণ দিয়ে ড্রোনগুলি তৈরি হবে। ড্রোন কেনার জন্য ২০ হাজার কোটি টাকা খরচ হবে বলে অনুমান। আগামী ১০ বছর ড্রোনগুলির রক্ষণাবেক্ষণে আরও ১১ হাজার কোটি টাকা খরচ হবে।
ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয় ক্ষেপণাস্ত্র ব্রহ্মস। এই ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান, ডুবোজাহাজ এমনকী, সামরিক ট্রাক থেকেও উৎক্ষেপণ করা যায়। শব্দের চেয়ে তিনগুণ বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এই এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে আরও অত্যাধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যেও কাজ চলছে। ব্রহ্মসের গতি ও পাল্লা দুই-ই বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান ব্রহ্মস মিসাইল এবং ড্রোনগুলি হাতে পেলে দেশের প্রতিরক্ষা অবস্থা আরও অনেক উন্নত ও সুদৃঢ় হবে। পাশাপাশি নিশ্চিতভাবেই চাপ বাড়াবে চিন ও পাকিস্তানের উপর।
Leave a comment
Leave a comment
