ডুরান্ড কাপ ফুটবলে পঞ্জাবের নামধারী এফসি-কে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত কলকাতার ইস্টবেঙ্গলের। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বুধবার ম্যাচের একমাত্র গোলটি করেছেন ইস্টবেঙ্গলের নবাগত মরোক্কান স্ট্রাইকার হামিদ আহদাদ।
আই লিগের ক্লাব, নামধারীর বিরুদ্ধে একাধিক গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছে অস্কার ব্রুজোর ফুটবলাররা। তবে মূল্যবান ৩ পয়েন্ট সংগ্রহের দৌলতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠা নিশ্চিত ময়দানের শতাব্দীপ্রাচীন ক্লাবটির।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ৬৮ মিনিটে। পরিবর্ত হিসাবে নেমেই কর্নার থেকে পাওয়া বলে হেড করে গোল করেন লাল হলুদের বিদেশি স্ট্রাইকার আহদাদ। নামধারীর গোলরক্ষক নীরজ বল ক্লিয়ার করতে গিয়ে ফ্লাইট মিস করেছিলেন। আগুয়ান আহদাদ হেডে গোল করতে ভুল করেননি। মরক্কোর জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন বছর ৩০ এর স্ট্রাইকারের গোলের সৌজন্যে চওড়া হাসি সদস্য-সমর্থকদের।
লাল-হলুদ জার্সিতে প্রথম ম্যাচে গোল পেলেও শেষলগ্নের ইনজুরি টাইমে সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন হামিদ আহদাদ। প্রথমার্ধে গোল করার মতো পরিস্থিতি তৈরি করেও বিপক্ষের জালে বল জড়াতে পারেননি ইস্টবেঙ্গলের মিগুয়েল ফেরেইরারা। তিন তিনবার তাঁর শট ফেরত এসেছে কখন বার, কখনও আবার গোলপোস্টে লেগে। দুই অর্ধের ইনজুরি টাইম নিয়ে গোটা ম্যাচে কমপক্ষে আধডজন গোলের সহজ সুযোগ নষ্ট করেছে ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড লাইন।
এদিন খেলা শুরু হতেই গোলের জন্য ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু বিপক্ষের বক্সের জমাট রক্ষণ সেভাবে ভাঙতে পারেনি। অন্যদিকে সারা ম্যাচে হাতে গোনা কয়েকটি প্রতিআক্রমণ শানিয়েছে নামধারী। তবে ইস্টবেঙ্গল গোল লক্ষ্য করে সেভাবে শটও নিতে পারেননি তাদের ফুটবলাররা।
বুধবার যুবভারতীতে গ্রুপ এ বিভাগে শীর্ষে ওঠার লড়াইতে মুখোমুখি হয়েছিল এই দুটি দল। ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে ডুরান্ডে নবাগত সাউথ ইউনাইটেড ৫-০ গোলে হারিয়েছিল। অন্যদিকে, পাঞ্জাবের নামধারী এফসি, প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে ২-০ গোলে হারায়। ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়েছিল ৪-২ গোলে। গ্রুপ পর্বে নামধারী তাদের সব ম্যাচ খেলে ফেলেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গল এ গ্রুপের শেষ ম্যাচে আগামী রবিবার কিশোরভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে।