এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে কিনা, সেই বিতর্কে উত্তাল গোটা দেশ। পহেলগাঁওয়ের ঘটনা মনে করিয়ে দিয়ে দিকে দিকে বিরোধীরা সরব হচ্ছেন বিসিসিআই তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি জানিয়েছেন মহম্মদ আজহারউদ্দিন, শান্তাকুমারন শ্রীসন্থের মতো প্রাক্তনীরা। এরই মাঝে গিল বাহিনীর ওভাল টেস্ট জয় নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার।
সোমবার ওভালে অবিশ্বাস্য জয় ছিনিয়ে এনেছে টিম ইন্ডিয়া। মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ৩০১/৩ থেকে ৩৬৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাব্বির আহমেদের দাবি, বলে ভেসলিন লাগিয়ে অসাধু উপায়ে এই ম্যাচ জিতেছেন গিলরা। বল বিকৃতির অভিযোগ এনে তিনি আম্পায়ারদের বলটি গবেষণাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন।
সোমবার ইংল্যান্ডের শেষ ৪ উইকেট তুলে নিতে ভারতীয় বোলারদের সময় লেগেছে ১ ঘন্টারও কম সময়। মেঘলা পরিবেশে কার্যত অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সিরাজ। তাঁর বলে থই পাচ্ছিলেন না ইংরেজরা। এ দিকে সোশ্যাল মিডিয়া পোস্টে শাব্বির আহমেদ দাবি করেছেন, “আমার ধারণা, বলে ভেসলিন লাগিয়ে ছিল ভারতীয় বোলাররা। তা না হলেও ৮০ ওভার পরেও বল অত চকচকে থাকে কী করে?”
সদ্য সমাপ্ত সিরিজের শুরু বারবার বির্তকের কেন্দ্রবিন্দুতে এসেছিল ডিউক বল। ভারত এবং ইংল্যান্ড, দু’দলের ক্রিকেটাররাই অভিযোগ জানিয়েছিলেন, বল তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। সেইসঙ্গে আকারও বিচ্যুতি ঘটছে। যদিও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের অভিযোগকে পাত্তা দিচ্ছেন না কেউই। বরং ভারতীয় সমর্থকদের কটাক্ষ, টিম ইন্ডিয়ার সাফল্য সহ্য করতে না পেরেই এ ধরনের মন্তব্য করছেন শাব্বির। কেউ কেউ পাকিস্তানের ম্যাচ গড়াপেটা এবং বল বিকৃতির ইতিহাসও মনে করিয়ে দিয়েছেন।