নির্বাচনের সময় ঘোষণা হলেও তা সুসম্পন্ন করার জন্য সঠিক পরিকাঠামোই তৈরি নেই বলে অভিযোগ করল ইসলামি আন্দোলন বাংলাদেশ। বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ এবং প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে তাদের অবস্থান ও প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই অভিযোগ করা হয়েছে।
প্রথম আলোর রিপোর্ট অনুসারে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন ‘আমাদের নির্বাচনে যাওয়া কঠিন হবে, বর্তমান পরিস্থিতিতে প্রশাসন যথাযথ ফাংশন করছে না এবং বর্তমান সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সেখানে এই অবস্থায় নির্বাচন করতে গেলে প্রার্থীদের নিরাপত্তার ঝুঁকি থেকে যায়, এই ঝুঁকিতে কেন নির্বাচনে যাব, সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম।’
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সৈয়দ রেজাউল করিম। তাঁর অভিযোগ এই ঘোষণাপত্রের বিষয়বস্তু আমাদের আগে জানানো হয়নি।এত গুরুত্বপূর্ণ একটি দলিল ঘোষণার আগে আমাদের মতামত না নিয়ে শুধুমাত্র সমর্থন নেওয়া হয়েছে।একে বিব্রতকর বলে অভিহিত করেছেন তিনি।
অন্যদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচক বললেও দাবি না মেনে নির্বাচন হলে আন্দোলনে নামতে বাধ্য হবে জানিয়েছে জামায়াত শিবির।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে নির্বাচনের ঘোষণা করলে ভালো হত৷ তাঁর মতে নির্বাচন উপযোগী পরিবেশ এখনও নিশ্চিত হয়নি।
পাশাপাশি জুলাই ঘোষণাপত্রকে পূর্ণাঙ্গ নয় বলে উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির জানিয়েছেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি সেখানে৷ তাঁর দাবি জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তীকালীন সরকারকেই দিতে হবে।