লন্ডন থেকে দুবাই হয়ে বুধবার সকালে হায়দরাবাদে ফিরলেন মহম্মদ সিরাজ। ওভাল টেস্টের নায়ককে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেখতে পেয়েই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। কালো-সাদা ট্র্যাকসুটে দ্রুত হেঁটে চলা সিরাজের কাছাকাছি পৌঁছতে ক্রীড়া অনুরাগীর দল রীতিমতো ঝাঁপিয়েছিলেন। মিয়াঁ ভায়ের সঙ্গে সেলফি তোলার আবদার তুলেছিলেন অনেকেই। তবে মুঠো ফোন কানে ধরে কথা বলতে ব্যস্ত টিম ইন্ডিয়ার পেসার, সে সব আবেদনে সাড়া দেননি। ভিড়ের মাঝেই শুভানুধ্যায়ী ও বিমানবন্দরের নিরাপত্তরক্ষীরা তাঁকে আগলে রেখে গাড়িতে তুলে দিয়েছেন।
ওভাল টেস্টের শেষদিনে রুদ্ধশ্বাস লড়াইতে ৬ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। টিম ইন্ডিয়ার সেই ঐতিহাসিক জয়ে, বড় ভূমিকা নিয়েছেন হায়দরাবাদের বছর একত্রিশে পেসার মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট প্রাপ্তির দৌলতে ম্যাচ সেরার সম্মানও ছিনিয়ে নিয়েছেন। ওভাল জয়ের সুবাদেই ৫ ম্যাচের সিরিজ ২-২ করেছে গিলের ভারত। আর সেই কারণেই ঘরের ছেলে ঘিরে রীতিমতো উন্মাদনা শুরু হয়েছে নিজামের শহরে।
হায়দরাবাদের সরু গলি থেকে উঠে আসা সিরাজ, এখন ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চেও তারকা। তাঁর লড়াকু মানসিকতা, কঠোর পরিশ্রম, জেতার অদম্য ইচ্ছাশক্তি… দেশের তরুণ ক্রীড়াবিদদের প্রতিনিয়তই অনুপ্রাণিত করে। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরে সিরাজের পারফরম্যান্স ও খেলার প্রতি আবেগ উজ্জীবীত করেছে টিম ইন্ডিয়ার বাকি সদস্যদেরও। আর সেই কারণেই তাঁকে ঘিরে শুরু হয়েছে মাত্রাছাড়া উচ্ছ্বাস। সোশ্যাল মিডিয়াতেও বইছে প্রশংসার বন্যা।