ভারত-আমেরিকা শুল্কযুদ্ধের আবহেও সুদের হার অপরিবর্তিত রাখল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার প্রত্যাশিতভাবেই রেপো রেট ( যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে ঋণ দেয়, রিজার্ভ ব্যাঙ্ক) ৫.৫ শতাংশেই অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার সকালে দেশের শীর্ষ ব্যাঙ্ক ঋণ নীতি ঘোষণা করে জানিয়েছে আগের দফাগুলিতে ১০০ বেসিস পয়েন্ট সুদ কমানো হয়েছে যার পূর্ণ সুবিধা এখনও পর্যন্ত সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সম্পূর্ণভাবে পাওয়া যায়নি। বেশ কিছু ক্ষেত্রে এখনও তা রূপায়ণের পর্যায়ে রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
যদিও শুল্ক যুদ্ধের আবহে ভারতের শীর্ষ ব্যাঙ্কের ঋণ নীতির ঘোষণা নিয়ে আগ্রহ থাকলেও আগের তিন দফায় ১০০ বেসিস পয়েন্ট সুদ কমার ফলে প্রত্যাশা বিশেষ ছিল না। আগের মাসের মূল্য বৃদ্ধির হার এবং হাতে থাকা পরিসংখ্যান গুলির উপরেই শুধুমাত্র ভরসা করবে না রিজার্ভ ব্যাঙ্ক তা আগেই জানিয়েছিলেন শীর্ষ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। সম্ভাব্য পরিস্থিতির দিকে তাকিয়ে সুদ নির্ধারণ করবে ঋণ নীতি কমিটি এমনই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সাম্প্রতিক শুল্কযুদ্ধের আবহে আর্থিক কর্মকাণ্ডের সার্বিকভাবে যেমন ঝুঁকি বেড়েছে তেমনি গত এক মাসে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির অনেক বদলও হয়েছে। এই অবস্থায় দেশের অর্থনীতিকে গতিশীল ও সাবলীল রাখতে আগামী দু মাসের ঋণ নীতিতে কোনও বদল না এনে সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।