অবশেষে বরফ গলতে পারে এবার! রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব শীঘ্রই বৈঠকে বসতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ করতে তিনি এই বৈঠক করবেন। বুধবার তিনি জানিয়েছেন, ‘খুব শীঘ্রই পুতিনের সঙ্গে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।’
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। যদিও এখনও বৈঠকের তারিখ ও স্থান কিছুই নির্ধারিত হয়নি। এই বৈঠকটি ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকালে পুতিনের সঙ্গে প্রথম সাক্ষাৎ হতে চলেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। ট্রাম্প নিজেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
সূত্রের খবর , এক ফোন কলে ট্রাম্প, জেলেনস্কি এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুট ব্রিটেন, জার্মানি ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে মিলে এই সম্ভাব্য আলোচনার বিষয়ে কথা বলেছেন। তার আগে, মার্কিন দূত স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। ট্রাম্প প্রথমে পুতিনের সঙ্গে একান্ত বৈঠক করতে চান, তারপর একটি তিন-দেশের সম্মেলন আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যেখানে জেলেনস্কিও উপস্থিত থাকবেন।
যদিও ইউক্রেন ও ন্যাটোর তরফে এখনো এই বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।
পুতিনের সঙ্গে মার্কিন দূত উইটকফের বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন,রাশিয়া শান্তির পথে যদি অগ্রগতি না দেখায় তাহলে, রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলির ওপর, এমনকি ভারতের ক্ষেত্রেও, নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে শুক্রবারের মধ্যে।
ট্রাম্প আগেও দাবি করেছিলেন, তিনি প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। এবারও তিনি রাশিয়াকে শুক্রবার পর্যন্ত সময় দিয়েছেন শান্তি আলোচনায় অগ্রগতি দেখানোর জন্য। এবার দেখার পুতিন কী করেন!