ইঞ্জেকশন নিয়ে বল করতে হয়েছিল ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে। হাতে বল তুলে দেওয়ার আগে আকাশদীপের কাছ থেকে তা জেনেও নেন অধিনায়ক গিল। অধিনায়কের দুঃশ্চিন্তা দূর করতে সেঞ্চুরি পার করা হ্যারি ব্রুককে সাজঘরে ফিরিয়েছেন আকাশদীপ। তার আগে নাইটওয়াচ ম্যান হিসেবে ব্যাট করতে নেমে ঝকঝকে ৬৬ রানের এক ইনিংসও খেলেছেন তিনি। ওভালে কুঁচকিতে পাওয়া সেই চোট কিন্তু এখনও ভোগাচ্ছে দেশে ফেরা আকাশদীপকে। ফলে পূর্বাঞ্চলের হয়ে আসন্ন দলীপ ট্রফি ক্রিকেটে বাংলার আকাশদীপের খেলা একরকম অনিশ্চিত।
ইংল্যান্ড থেকে ফিরে সোজা বিহারের সাসারামের বাড়িতে উঠেছেন টিম ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ সদস্য। চোট সারাতে তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। ক্যানসার আক্রান্ত দিদি ও বাড়ির সদস্যদের জন্যে সেখানে কিনেছেন ঝাঁ চকচকে এক ফ্যামিলি কার। টয়োটা ফরচুনার কিনেছেন ডানহাতি পেসার। আধুনিক মডেলের এই গাড়ির বাজারদর ৫২ লক্ষ টাকারও বেশি। সোস্যাল মিডিয়ায় কালো রংয়ের সেই গাড়ির সঙ্গে পরিবারের সদস্যদে ছবিও পোস্ট করেছেন।
দিদিকে পাশে নিয়ে গাড়ির সঙ্গে ফ্রেমবন্দি হওয়া ছবির ক্যাপশনে লিখেছেন, স্বপ্নপূরণ। চবিগুলি তাঁদের কাছে, যাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ(“Dreams delivered. Keys received with the ones who matter most,”) আকাশদীপের পোস্টে কমেন্ট করে অভিনন্দনে ভরিয়েছেন সূর্যকুমার যাদব, অর্শদীপ সিং সহ নেট নাগরিকবৃন্দ।.
শুধু ওভাল টেস্টই কেন, এজবাস্টন টেস্টে বল হাতে জ্বলে উঠেছিলেন বাংলা আকাশদীপ। দুই ইনিংস মিলিয়ে ৯৯ রানের বিনিময়ে তুলেনিয়েছিলেন ৬ টি উইকেট। আন্ডারসন-তেন্ডুলকর ট্রফি ৫ টেস্টের সিরিজে ৩ টি টেস্টে খেলেছেন বাংলার আকাশদীপ। ৩ টেস্টে তাঁর উইকেটপ্রাপ্তির সংখ্যা ১৩।