অবশেষে মিটল ঝগড়া। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিনের কথা কাটাকাটি, ঝামেলার পর সেই সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করে ‘ভাব’ হওয়ার কথাও জানালেন ধারাবাহিকের দুই প্রধান অভিনেতা। কথা হচ্ছে জীতু কমল আর দিতিপ্রিয়া রায়ের। বিবাদ তাঁদের এমনই পর্যায় পৌঁছয় যে ধারাবাহিক বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তবে আপাতত ‘সংসারে ফিরেছে শান্তি’। যে বিবাদের সাক্ষী থাকলেন দর্শক ও নেট মহল, সেই বিবাদের অবসানও ঘটল তাঁদের সঙ্গে নিয়েই।
প্রায় চার দিন ধরে চলল আক্রমণ, পালটা আক্রমণ, জবাব, পালটা জবাব। ঝামেলার সূত্রপাত তাঁদের ছবি ও সেই প্রসঙ্গে মন্তব্যকে ঘিরে। জীতুর বিরুদ্ধে তাঁর ধারাবাহিকের নায়িকা, অভিনেত্রী দিতিপ্রিয়া আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনেছিলেন। অভিনেত্রীর দীর্ঘ পোস্টার পালটা অজস্র স্ক্রিনশট পোস্ট করেন অভিনেতা। দাবি, সেগুলি দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট, যা পোস্ট করে জীতু অভিনেত্রীর বিরুদ্ধে ‘ভিকটিম কার্ড‘ খেলার অভিযোগ তোলেন। তাঁদের লড়াই তখন কোনও সিনেমার চিত্রনাট্যের থেকে কম না।
জল্পনা তৈরি হয়, সেটের বাইরে যদি এত ঝামেলা হয় দুই শিল্পীর মধ্যে তাহলে ধারাবাহিকে একে অপরের ভালোবাসার অভিনয় করবেন কীভাবে? তাহলে কি বন্ধ হয়ে যাবে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’? শুক্রবারই অবশ্য অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন ময়দান ছেড়ে যাওয়ার মানুষ তিনি নন, তাই কাজ ছেড়ে যাবেন না। এরপরই দিতিপ্রিয়া নিজের ফেসবুক পেজে পোস্ট করেন, ‘প্রোডাকশন হাউসের সহযোগিতায় সহ-অভিনেতার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলাম।’ কিন্তু ভুল বোঝাবুঝি ঠিক কীভাবে মিটল তা স্পষ্ট লেখেন। এরপর সেই পোস্ট জীতু শেয়ার করে লেখেন, ‘আমার সহ-অভিনেত্রী ছোট, আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভ কামনা।’ শেষে লিখলেন, আমিই শ্রেষ্ঠ। উফ, আমরাই শ্রেষ্ঠ।’ আপাতত দর্শক তাঁদের প্রিয় জুটির ‘পুনর্মিলন’ দেখে স্বস্তিতে।
