বক্স অফিসে রীতিমত ঝড় তুলল অহন ও অনীতের সিনেমা। একাধিক প্রশংসার তালিকায় জুড়ল ববি দেওলের নাম। তিনি গর্বিত যে অহন পান্ডের ডেবিউ ছবি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘অ্যানিম্যাল’ অভিনেতা মোহিত সুরির পরিচালিত এই ছবির সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন—এটি তাঁর কাছে একেবারেই ব্যক্তিগত অনুভূতির বিষয়।
শৈশবের স্মৃতি মনে করে ববি দেওল বলেন, ‘আমি ‘সইয়ারা’ ভীষণ ভালোবেসেছি। অহনকে আমি ছোট থেকেই চিনি। মনে আছে, ছোট বয়সে ও স্পাইডার-ম্যানের পোশাক পরে ঘুরত, আর সবসময় পাঞ্চিং ব্যাগে ঘুষি মারত… শৈশব থেকেই ওর ভীষণ এনার্জি ছিল।’ অভিনেতার কথায়, অহনের ডেবিউ যেন তাঁর নিজের সন্তানের ডেবিউ। ‘‘সইয়ারা’ মুক্তি পাওয়ার জন্য অহন প্রায় আট বছর অপেক্ষা করেছে। ছবিটি কীভাবে ওর হাতে এল সেটিও এক অসাধারণ গল্প। ছবিটি যখন বড় হিট হল, তখন মনে হচ্ছিল যেন আমার নিজের সন্তানের ছবিই মুক্তি পেয়েছে। অসাধারণ লেগেছিল,’ বলেন ববি।
তিনি আরও জানান, ছবিটি দেখতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন—’আমি এত কেঁদেছি… ছবির গল্পটাই এত আবেগঘন। মোহিত সুরি দারুণ কাজ করেছেন। ‘সইয়ারা’ পুরোপুরি পরিচালকের ছবি, কিন্তু তিনি অসাধারণ অভিনেতা বেছে নিয়েছেন। অহন আর অনীত—দু’জনকে দেখতেও দারুণ লেগেছে। গল্পের বুনন, চিত্রনাট্য, সঙ্গীত—সব কিছু এত সুন্দরভাবে মিলে গিয়েছে, যা খুব কমই হয়।’
শুধু ববি দেওল নন, আলিয়া ভাট, বিজয় ভার্মা, করণ জোহর, রণবীর সিং থেকে অনিল কাপুর —বেশ কয়েকজন তারকাই ছবিটির প্রশংসায় পঞ্চমুখ। আলিয়া অহন ও অনীতকে ‘দুই জাদুকরি তারকা’ বলে অভিহিত করেছেন এবং তাঁদের অভিনয়ের স্বতন্ত্রতা ও সততার প্রশংসা করেছেন। রণবীর সিং ছবিটিকে ‘হার্টফেল্ট’ বলে উল্লেখ করেছেন, আর অনিল কাপুর ইনস্টাগ্রাম স্টোরিতে ‘হোয়াট এ ফিল্ম’ লিখে প্রশংসা করেছেন।
মোহিত সুরি পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘সইয়ারা’–এর কাহিনি গায়ক হতে চাওয়া যুবক কৃষ কাপুর (অহন পান্ডে) এবং সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখা বাণী বাত্রা (অনীত পাড্ডা)–কে ঘিরে। প্রেম, উচ্চাকাঙ্ক্ষা ও সামাজিক চাপের টানাপোড়েনে তাঁদের জীবনে আসে অপ্রত্যাশিত মোড়। মুক্তির পর থেকেই ছবিটি দারুণ ব্যবসা করছে—বর্তমানে বক্স অফিসে আয় ৫০০ কোটিরও বেশি।
