লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে ৮ আগস্ট বর্ষীয়ান অভিনেত্রী এমা থম্পসন এমন এক গল্প বললেন, যা শুনে সকলের চক্ষু চড়কগাছ! ঘটনা ১৯৯৮ সালের। এমা তখন ‘প্রাইমারি কালার্স’ ছবির শুটিং করছেন। সেদিনই তাঁর ডিভোর্সের কাগজে সরকারি সিলমোহর পড়েছে। তিনি ট্রেলারে বসে, হঠাৎ ফোন, ওপাশে গম্ভীর কণ্ঠ, “হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প।”
এমা প্রথমে ভেবেছিলেন কেউ ঠাট্টা করছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে সরাসরি প্রস্তাব ছুড়লেন, “আমার কোনও সুন্দর জায়গায় এসে থাকো, ডিনার করি।” এমার সংক্ষিপ্ত উত্তর, “উত্তম প্রস্তাব। ধন্যবাদ। পরে জানাব।” পরে বুঝলেন, ট্রাম্প আসলে ভাল করেই খোঁজখবর নিয়ে এক ‘সুন্দর ডিভোর্সী’কে টার্গেট করেছিলেন! “ওটা আসলে স্টকিং,” সপাট মন্তব্য এমার। ঠাট্টা করে তিনি আরও বললেন, “যদি রাজি হতাম, হয়ত আমেরিকার ইতিহাসই বদলে যেত!”
তবে সত্যিই কি এমার এই গল্প শুনে খুব অবাক লাগছে? ইতিহাস বলছে, এমা থম্পসন একা নন। হলিউডের গ্ল্যামার দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের ডেট প্রস্তাবের শিকার হয়েছেন সালমা হায়েকও। সালমার কথায়, এক ইভেন্টে ট্রাম্প নাকি নিজের কোট তাঁর কাঁধে চাপিয়ে দেন হঠাৎই, তারপরেই ডেটের প্রস্তাব। আশ্চর্যের বিষয়, ওই সময় সালমার সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডও ছিলেন, কিন্তু তাতেও ট্রাম্পের হুঁশ ছিল না। তিনি নাকি সরাসরিই বললেন, “তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য যথেষ্ট ভাল নয়, তুমি আমার সঙ্গে ডেট করো।” সালমা নাকি পালটা বলেই ফেলেছিলেন, “আপনি পাগল নাকি?”
এখানেই শেষ নয়। ২০০৫ সালের এক পডকাস্টে ট্রাম্প গর্ব করে বলেছিলেন, খ্যাতি এলেই তাঁদের সঙ্গে যা খুশি তাই করা যায়। ২০১৬ সালের ভোটের আগেই তিনি প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন এই মন্তব্যের জন্য।
পিপল ম্যাগাজিনের সাংবাদিক নাতাশা স্টোইনফ অভিযোগ করেন, ২০০৫ সালে মার-আ-লাগোতে সাক্ষাৎকারের সময় ট্রাম্প তাঁকে ঘরে আটকে জোর করে চুমু খান। ছ’জন প্রত্যক্ষদর্শী নাকি ঘটনাটা নিশ্চিত করেন। প্রাক্তন ‘প্লেবয়’ মডেল ক্যারেন ম্যাকডুগাল দাবি করেছিলেন, ২০০৬-০৭ সালে তাঁর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল, যা নাকি নির্বাচনের আগে টাকা দিয়ে চাপা দেওয়া হয়েছিল।
স্টেসি উইলিয়ামস অভিযোগ করেছিলেন, ১৯৯৩ সালে ট্রাম্প টাওয়ারের অফিসে, জেফরি এপস্টিনের সামনেই ট্রাম্প নাকি তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন। এপস্টিনও নাকি বন্ধুবৃত্তে ট্রাম্পকে “ক্রনিক উইম্যানাইজার” বলে বর্ণনা করেছিলেন। তথ্য ঘাঁটলে ট্রাম্পের বিরুদ্ধে এমন অজস্র কুরুচিকর অভিযোগ শোনা যায়।
অন্যদিকে অভিনেত্রী এমা থম্পসনের সঙ্গে অভিনেতা কেনেথ ব্রানার বিবাহিত জীবন ১৯৮৯ সালে শুরু হয় এবং ১৯৯৫ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়। পরবর্তীতে ২০০৩ সালে থম্পসন অভিনেতা গ্রেগ ওয়াইজকে বিয়ে করেন। একই সময়ে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের সঙ্গে দাম্পত্য জীবনে ইতি টানেন। পরবর্তীতে ২০০৫ সালে ট্রাম্প মেলানিয়া ট্রাম্পকে বিয়ে করেন।