২০১৬ সালের নিয়োগের আগে যেসব শিক্ষক-শিক্ষিকা বিভিন্ন সরকারি দফতরে কর্মরত ছিলেন এবং শিক্ষকতার জন্য সেই চাকরি ছেড়েছিলেন, তাঁদের পুরনো পদে পুনর্বহাল করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ২০ জন প্রাক্তন কর্মীকে পুরনো দফতরে ফেরানো হয়েছে। ৫ জন স্বরাষ্ট্র দফতরের কর্মী শিক্ষকতার জন্য চাকরি ছেড়েছিলেন, তাঁদেরও ফেরানো হবে। প্রায় সাড়ে চার হাজার আবেদন জমা পড়েছে পুনর্বহালের জন্য। আবেদন যাচাইয়ের পর ধাপে ধাপে নিয়োগপত্র পাঠানো হবে বলে নবান্ন সূত্রে খবর।
২০১৬ এসএসসি মামলায় চাকরির প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। প্যানেল বাতিল করলেও যোগ্য শিক্ষকদের মধ্যে যারা শিক্ষকতার কাজে যোগদানের আগে সরকারি পদে যুক্ত ছিলেন তারা চাইলে তাদের পুরনো কাজে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে রাজ্য সরকারকে নতুনভাবে বিজ্ঞপ্তি জারি করে তাদের আবেদনের সুযোগ করে দেওয়ার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। পরবর্তীতে এসএসসির নয়া বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারও এ ধরনের সরকারি কর্মীদের পুরনো কজে ফেরার রাস্তা খোলা রাখে। নয়া এসএসসি বিজ্ঞপ্তি মেনে কয়েক হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। অবশেষে তাঁদের আবেদনে সাড়া দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার।