সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ আগষ্ট এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো রেল জুড়ে যাবে।যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ইতিমধ্যেই প্রাথমিক তোড়জোড় শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ । তবে এখনো মেট্রো রেল কর্তৃপক্ষ এর তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি ।
এসপ্ল্যানেড ও শিয়ালদহের মধ্যে বৌবাজার এলাকায় সুড়ঙ্গপথে ধ্বস ও ভূগর্ভস্থ জল বারার বেরিয়ে আসায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ যাত্রাপথে মেট্রো চালানো সম্ভব হয়নি। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করছে ।
মেট্রো রেল দফতর সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই মাঝের অংশে সব পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রও মিলেছে। অপেক্ষা ছিল শুধু প্রধানমন্ত্রীর দফতরের সবুজ সঙ্কেতের। এবার সেই অপেক্ষার অবসান হয়েছে বলে খবর। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের মেট্রো চলাচল তাই এখন শুধু সময়ের অপেক্ষা।