দিঘার সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দিরের পর এবার দুর্গাঙ্গন। রাজ্যবাসীকে ফের একটি ধর্মীয় অঙ্গন উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই ইউনেস্কো হেরিটেজ দুর্গাপুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই দুর্গা অঙ্গন তৈরির ঘোষণা করেছিলেন। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সেই দুর্গা অঙ্গন তৈরির সিদ্ধান্তে সিলমোহর পড়ল। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা বড় দুর্গাপুজোর অন্যতম উদ্যোক্তা অরূপ বিশ্বাস মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিকাঠামোতে এই দুর্গাঙ্গন একটি নয়া পালক হিসেবে তুলে ধরতে চায় রাজ্য সরকার। মূলত, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী হিডকো ও রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে এই দুর্গাঙ্গনের জন্য একটি ট্রাস্ট তৈরি করা হবে। সেই ট্রাস্টের মাধ্যমেই দুর্গাঙ্গন পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক যেভাবে দিঘার জগন্নাথ মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করেছে রাজ্য সরকার।
তবে প্রকল্পের অবস্থান এবং তার গঠনশৈলী কী হবে তা এখনও স্থির করা হয়নি। এ ব্যাপারে সরকারি সিদ্ধান্তের কথা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস। রাজ্য সরকারের সূত্র, রাজ্যের হেরিটেজ দুর্গাপুজোর যাবতীয় নিদর্শন এই দুর্গাঙ্গনে পাবেন দেশি বিদেশি পর্যটকরা। রাজ্যের দুর্গাপুজোর ঐতিহ্য, ইতিহাস এবং নান্দনিকতা তুলে ধরবে এই দুর্গাঙ্গন।
Leave a comment
Leave a comment