সম্প্রতি এক অনুষ্ঠানে এসে মালয়লম ইন্ডাস্ট্রির প্রশংসা করলেন বলিউড অভিনেতা ও প্রযোজক জন আব্রাহাম। সেই ইন্ডাস্ট্রির তারকাদের প্রতি প্রকাশ করলেন তাঁর গভীর শ্রদ্ধা। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক ‘আইডিয়া এক্সচেঞ্জ’ সেশনে জন জানান, মালয়লম ফিল্ম ইন্ডাস্ট্রির সাহসী গল্প বলার ধরন তাঁকে মুগ্ধ করেছে এবং তিনি সেই ধাঁচে প্রযোজনা করতে আগ্রহী। এই প্রসঙ্গে তিনি বর্ষীয়ান অভিনেতা মাম্মুট্টি ও মোহনলালের বিশেষভাবে প্রশংসা করেন।
জন বলেন, “এই ইন্ডাস্ট্রি খুবই সাহসী। আজকের দিনে দেশের সেরা সিনেমাগুলি মালয়লম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসছে। যদি জিজ্ঞেস করেন আমার প্রিয় অভিনেতা কে, আমি বলব—লাইট ইয়ারস এগিয়ে মোহনলাল। আমি মেরিল স্ট্রিপকেও ভালোবাসি।” তিনি মাম্মুট্টির ‘কাঠাল – দ্য কোর’ ছবিতে সাহসী চরিত্র গ্রহণের প্রশংসা করেন।
জনের ভাষায়, “আপনি দেখছেন মাম্মুট্টি একজন রাজনীতিবিদের ভূমিকায়, এবং ছবিতে পরে জানা যাচ্ছে তিনি সমকামী। এমন একটি চরিত্র করা তাঁর মতো মানুষের জন্য সত্যিই সাহসী সিদ্ধান্ত। আমি তাঁর বিশাল ভক্ত।”
মালয়লম কনটেন্টকে আরও কাছ থেকে অনুধাবন করার জন্য জন আব্রাহাম কেরলে একটি রাইটার্স রুমও তৈরি করেছেন। তাঁর কথায়, “আমি ভেবেছিলাম হয়তো ওখান থেকে কিছু আইডিয়া নিতে পারি। তাই কেরলে একটি রাইটার্স রুম তৈরি করেছি। ওখান থেকে এমন আইডিয়া বেরোবে যা হয়তো জাতীয় স্তরে বা শুধুই মালয়লম ভাষায় সিনেমা হতে পারে। আমি চাই আরও মালয়লম সিনেমা প্রযোজনা করতে, কারণ সময়টা একদম উপযুক্ত। কিন্তু আমি অন্য ধরণের ছবিও প্রযোজনা করব।”
কাজের দিক থেকে, জন আব্রাহামকে সর্বশেষ দেখা গিয়েছিল রাজনৈতিক থ্রিলার ‘দ্য ডিপ্লোম্যাট’ ছবিতে। তাঁর পরবর্তী ছবি ‘তেহরান’ সরাসরি মুক্তি পাবে জি৫-এ, ১৪ অগস্ট।