টেস্ট দলে ঢোকার দরজা এবার চিরতরে কি বন্ধ হচ্ছে মহম্মদ শামির! চোট-আঘাতে ভুগতে থাকা বঙ্গ পেসারকে নিয়ে খুব একটা আর আশাবাদী নন বিসিসিআইএর নির্বাচক কমিটির সদস্যরা। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে নিজেই যেতে চাননি জাতীয় দলের একদা এক নম্বর বোলার। বোর্ড অফিসিয়ালকে উদ্ধৃত করে এমনই সংবাদ প্রকাশিত হয়েছে এক দৈনিক সংবাদপত্রে।
সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে জশপ্রীত বুমরাহকে বেছে বেছে টেস্ট খেলার সুযোগ দিয়েছে বোর্ড।
সিরিজে পাঁচটি টেস্টের মধ্যে তিনি খেলেছেন তিনটিতে। মহম্মদ সিরাজ দলে থাকলেও মহম্মদ শামিকেও চেয়েছিলেন বোর্ডের নির্বাচক কমিটির সদস্যরা। তাছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফির দলেও ছিলেন না আনফিট শামি। এই প্রেক্ষিতেই ইংল্যান্ডগামী টেস্ট দলে তাঁকে রাখতে চেয়ে যোগাযোগও করা হয়েছিল। বোর্ড অফিসিয়ালের দাবি, নির্বাচকরা তাঁকে চাইলেও, শামি নিজেই আত্মবিশ্বাসী ছিলেন না।
বোর্ড অফিসিয়াল জানান, ফর্মের জন্যে মোটেও বাদ দেওয়া হয়নি মহম্মদ শামিকে। কিন্তু ফিটনেস জনিত কারণেই ইংল্যান্ডগামী দলেও তাঁকে রাখা হয়নি। শুধু ফিটনেসই নয়, লম্বা ফর্ম্যাটে খেলার পক্ষে পেসারদের কাছে বয়স কিন্তু একটা বাধা। তাই আর শামিকে নয় বরং নতুনদের সুযোগ দেওয়ার ভাবনা বোর্ডের নির্বাচক কমিটির সদস্যদের।
জাতীয় টেস্ট দলে এবার তাঁরাই আসুন, যাঁদের মধ্যে এখনও সাত-আট বছরের ক্রিকেট অবশিষ্ট রয়েছে। বোর্ড কর্তাদের সোজাসাপাট বক্তব্য এখন এমনই। টিম ইন্ডিয়ার তারকা পেসারকে ফের জাতীয় দলে ঢুকতে হলে নিংড়ে দিতে হবে আসন্ন দলীপ ট্রফিতে। যা শুরু হচ্ছে ২৮ আগস্ট থেকে।