পোলান্ডের সাইলেসিয়া ডায়মন্ড লিগ থেকে নাম তুলে নিলেন জ্যাভলিনে জোড়া অলিম্পিক পদকজয়ী ভারতের নীরজ চোপড়া। বিশ্ব পর্যায়ের এই প্রতিযোগিতাটি আগামী ১৬ অগাস্ট হবে। যেখানে অংশ নেওয়ার কথা ছিল প্যারিস অলিম্পিকে নীরজকে হারিয়ে সোনাজয়ী পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিমের। কিন্তু ডান পায়ে অস্ত্রোপচারের কারণে তিনি অংশ না নিতে পারার কথা জানিয়ে দিয়েছেন। নাদিম না থাকায় নীরজ চোপড়াও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। প্রথমসারির দুই অ্যাথলিট অংশ না নিতে পারায় অনেকটাই ফিকে হয়েছে সাইলেসিয়া ডায়মন্ড লিগের আকর্ষণ।
জ্যাভলিনে ভারতের নীরজ চোপড়া বনাম পাকিস্তানের আর্শাদ নাদিমের দ্বৈরথ। ২০২৪-এর প্যারিস অলিম্পিক্স সাক্ষী থেকেছিল এশিয়া তথা বিশ্বের এই দুই তারকা অ্যাথলিটের টক্কর। প্যারিসে কিন্তু নীরজকে টপকে সোনা জিতেছিলেন নাদিম। তিনি ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নতুন অলিম্পিক্স রেকর্ডও গড়েন। পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সে ব্যক্তিগত সোনা জিতে সেদেশের ক্রীড়া ইতিহাসে নতুন ইতিহাস গড়েন।
অন্যদিকে ২০২০ টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজের ফের সোনা জয়ের স্বপ্ন ভেঙে খান খান করেছে পাক অ্যাথলিটের জ্যাভলিন। প্যারিসে নীরজের সেরা প্রয়াস ছিল ৮৯.৪৫ মিটার। চিরপ্রতিদ্বন্দ্বী নাদিম ৩.৫২ এগিয়ে থাকায়, রুপোর পদক নিয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছে।
প্যারিস অলিম্পিক্সের পর থেকে জ্যাভলিনের আর কোনও আন্তর্জাতিক আসরে তাঁরা আর মুখোমুখি হননি। ফলে দুই অ্যাথলিটের পরস্পরকে ছাপিয়ে যাওয়ার তীব্র লড়াই দেখা থেকে বঞ্চিত হতে হচ্ছে ক্রীড়া অনুরাগীদের।
পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিঁদুরের জেরে দুই দেশের রাজনৈতিক সংঘাত প্রভাব পড়েছে খেলার মাঠেও। তাই ফুটবল কি ক্রিকেট কিংবা অ্যাথলেটিক্স, আন্তর্জাতিক পর্যায়ে যে খেলাই হোক, দু-দেশের খেলোয়াড়দের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হলে, শুরু হয় অধীর আগ্রহে প্রহর গোনা। খেলার মাঠে একে অপরকে টেক্কা দেওয়ার মরিয়া লড়াই নজর কাড়ে গোটা বিশ্বের।
পোলান্ডের সাইলেসিয়া ডায়মন্ড লিগ ঘিরেও তৈরি হয়েছিল সেই সম্ভাবনা। জ্যাভলিনের বিশ্ব পর্যায়ের এই মিট থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করতে নাম লিখিয়েছিলেন অলিম্পিক্স পদকজয়ী দুই অ্যাথলিট। কারণ বড়মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে মেলে মূল্যবান পয়েন্ট। আর সে সব সংগৃহীত পয়েন্টের সুবাদেই জ্যাভলিনের বিশ্ব ক্রমপর্যায়ের তালিকায় নিজেদের অবস্থান তুলে ধরা যায়। বিশ্ব ক্রমপর্যায়ে প্রথম ছয়ে থাকা অ্যাথলিটই সুযোগ পান সাইলেসিয়া ডায়মন্ড লিগে অংশ নেওয়ার।
ডান পায়ের মাংসপেশিতে চোট থাকায় গত মাসে লন্ডনে অস্ত্রোপচার করিয়েছেন আরশাদ নাদিম। তাই পাক অ্যাথলিটের পোলান্ডে অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই ছিল সংশয়। নাদিমের কোচও তাঁর ছাত্রের না খেলার বিষয় নিয়ে ঈঙ্গিত দিয়েছিলেন। এর উপর অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ী পাক অ্যাথলিটের অংশগ্রহণ ঘিরে এসেছে হুমিক ফোনও। এসবের কারণেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন নাদিম।
অন্যদিকে পোলান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্টে অংশগ্রহণের সম্মতি জানিয়েও ভারতের নীরজ চোপড়া কেন সরে দাঁড়ালেন তার কিন্তু কোনও উত্তর মেলেনি। সম্প্রতি বেঙ্গালুরুতে নিজের নামে শুরু করা টুর্নামেন্টে সোনা জিতেছেন নীরজ। বর্তমানে চোট-আঘাত জনিত কোনও সমস্যাও নেই তাঁর। তা সত্ত্বেও শেষমুহূর্তে তাঁর সরে দাঁড়ানোর ঘোষণায় হতাশ হয়েছেন উদ্যোক্তারা।
আগামী মাসে টোকিওতে হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। দু-দেশের দুই তারকা অ্যাথলিট তারই প্রস্তুতিতে এখন মগ্ন। নাদিম আর নীরজের প্রতিদ্বন্দ্বী জার্মানির জুলিয়ান ওয়েবার এবং গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স কিন্তু পোলান্ডের ডায়মন্ড লিগ মিটে অংশ নিচ্ছেন।