সোমবার সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি। প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হবে। রাজ্যের প্রকাশিত অন্যান্য অনগ্রসর শ্রেণির শংসাপত্রের প্রকাশিত সব রকমের তালিকা নিয়ে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার।
দীর্ঘ দু’বছরের বেশি সময় ধরে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে চলা এই মামলার ফলে রাজ্যের সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে। সাধারণ প্রার্থীদের পাশাপাশি ওবিসি তালিকাভুক্ত প্রার্থীরা আরও বেশি চিন্তিত তাঁদের ভবিষ্যৎ নিয়ে।
২০১০ সালের পরে তৈরি রাজ্যের সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বলা হয়েছিল, সামাজিক, আর্থিক এবং পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করে নতুন শংসাপত্রের তালিকা তৈরি করতে হবে।
এই নির্দেশের ফলে আটকে রয়েছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকা প্রকাশের বিষয়টিও। হাইকোর্টের নির্দেশ ছিল, জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকায় ওবিসি পড়ুয়ারদের জন্য আগের মতোই ৭ শতাংশ সংরক্ষণই বরাদ্দ থাকবে। নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না। অর্থাৎ পুরনো বিধি মেনে ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধা তালিকা তৈরি করতে হবে।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। সোমবারের শুনানির পর এই নিয়ে চূড়ান্ত রায়দান হয় কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকার সহ চাকরি প্রার্থীরাও।
