ফের নয়া বিতর্ক উত্তরপ্রদেশে। ওই রাজ্যের ফতেহপুরে একটি ঐতিহাসিক সমাধি ঘিরে বড়সড় অশান্তি। সোমবার বেশ কয়েকটি হিন্দু সংগঠনের সদস্যরা জেলার সদর তহসিল এলাকার নবাব আবদুস সামাদের সমাধি ক্ষেত্রের বাইরে ভাঙচুর চালান। তাঁদের দাবি, এই সমাধি আসলে প্রাচীন এক মন্দির। প্রায় হাজার বছর আগে ওই মন্দির ভেঙে তার উপর সমাধি তৈরি হয়েছিল। সোমবার সকালের এই ঘটনাকে ঘিরে এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে যোগী সরকার ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও পিএসি বাহিনী মোতায়েন করেছে । কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে ওই বিতর্কিত স্থানের চারপাশে। এদিনের ভাঙচুরের ঘটনায় নাম জড়িয়েছে গেরুয়া শিবিরের।
এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি মুখলাল পালের অভিযোগ, এটা কোনও সমাধি নয়। বরং হাজার হাজার বছরের পুরানো ঠাকুরজি ও মহাদেবের মন্দির। তাঁর দাবি, ভেতরে পদ্মফুলের নকশা ও ত্রিশূলের উপস্থিতি তারই প্রমাণ।
বিজেপি নেতার ওই অভিযোগ ছড়িয়ে পড়তেই হিন্দু সংগঠনের সদস্যরা সমাধি প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর চালান এবং ঘোষণা করেন, সেখানেই পূজা-পাঠের আয়োজন করবেন তাঁরা।
সরকারি নথি অবশ্য অন্য কথা বলছে। খাসরা নম্বর ৭৫৩-এর জমি সরকারি রেকর্ডে ওই সমাধি ক্ষেত্রটি একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ। কিন্তু তারপরেও সাম্প্রতিক ধর্মীয় দাবিকে ঘিরে এলাকায় উত্তেজনা তুঙ্গে। আইনশৃঙ্খলা রক্ষা ও কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
Leave a comment
Leave a comment