শালবনিতে আরও দুটি বিদ্যুৎকেন্দ্র তৈরি হতে চলেছে। ৮০০ মেগাওয়াটের দুটি অর্থাৎ মোট ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র তৈরি হতে চলেছে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শালবনিতে জিন্দাল গোষ্ঠীর ৮০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করেছেন। পিপিপি মডেলে এই বিদ্যুৎকেন্দ্র দুটি তৈরি হচ্ছে। এবার আরও দুটি ৮০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র শালবনিতে তৈরি করার অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, “দিনদিন রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়ছে। যদিও বাম জমানার লোডশেডিং শব্দটি রাজ্যের অভিধান থেকে মুছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা মাথায় রেখে শালবনিতে মোট ৩২০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।” রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত যথেষ্ট কার্যকরী হবে বলেও জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পর এবার নয়া দুই বিদ্যুৎ প্রকল্প নিয়ে টেন্ডার ডাকবে রাজ্য বিদ্যুৎ দফতর। সে ক্ষেত্রে রাজ্যের চাহিদা অনুযায়ী টেন্ডারের শর্ত পূরণ করবে যে সংস্থা তাদেরকেই এই নতুন দুই বিদ্যুৎকেন্দ্রের পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। শালবনিতে পিপিপি মডেলে জিন্দাল গোষ্ঠীর দুটি বিদ্যুৎকেন্দ্র এবং নতুন করে আরও দুটি বিদ্যুৎকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ইতিমধ্যেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাজ্য সরকারের উদ্যোগে আরও একটি নতুন বিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে। সব মিলিয়ে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ হওয়ায় লক্ষ্যে দ্রুত পদক্ষেপ করছে রাজ্য সরকার।
