স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তির আগে বড় পরিবর্তনের মুখে পড়ল ‘ওয়ার ২‘। হৃতিক রোশন, কিয়ারা আডবাণী ও জুনিয়র এনটিআর অভিনীত এই বহু প্রতীক্ষিত ছবিটি থেকে কেটে দেওয়া হয়েছে কিয়ারার বিকিনি দৃশ্যের ৯ সেকেন্ড।
সংবাদ মাধ্যম ‘বলিউড হাঙ্গামা’ সূত্রে খবর, সেন্ট্রাল বোর্ড অফ সার্টিফিকেশন (CBFC) মুক্তির আগে ছবির ‘সেন্সুয়াল দৃশ্য’ ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেয়।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘আওয়া যাওয়া’ গানে কিয়ারার বিকিনি লুক বেশ নজর কেড়েছিল। গানটিতে অভিনেত্রীর বিকিনি মুভসের জন্য বেশ কিছু সময় বরাদ্দ ছিল। যদিও সিবিএফসি সরাসরি বিকিনি দৃশ্যের কথা উল্লেখ করেনি, তবুও ওই অংশই শেষ পর্যন্ত ৯ সেকেন্ড ছেঁটে ফেলা হয়েছে বলে জানা গেছে।
সিনে দুনিয়ার এক সূত্রের দাবি, ‘ওয়ার ২‘-এর সেন্সর ছাড়পত্র দিয়েছে রিভাইজিং কমিটি (RC), এক্সামাইনিং কমিটি (EC) নয়। সূত্র জানিয়েছে, “সম্ভবত EC বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছিল, তাই প্রযোজকরা RC-র দ্বারস্থ হন।” RC-র প্রিসাইডিং অফিসার পদ্মশ্রী রমেশ পাতাঙ্গে, যিনি এর আগে বিতর্কিত ‘হামারে বারাহ’ এবং ‘বেদা’ ছবিকেও ছাড়পত্র দিয়েছিলেন, যদিও কিছু পরিবর্তনের পর।
২০১৯ সালের ‘ওয়ার’ ছবির সিক্যুয়েল এই ‘ওয়ার ২‘। এই প্রথমবার হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর একসঙ্গে কাজ করেছেন। ছবির ট্রেলার অ্যাকশন ও দুরন্ত সংলাপের মিশ্রণে ভরপুর। ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায়, যিনি মূলত রোমান্টিক ঘরানার ছবির জন্য পরিচিত।
শুটিংয়ের শেষ দিনে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেছেন হৃতিক। সেখানে তিনি লিখেছেন, “‘ওয়ার ২‘-এর জন্য ক্যামেরা বন্ধ হওয়ার মুহূর্তে মিশ্র অনুভূতি কাজ করছিল। ১৪৯ দিনের অবিরাম দৌড়, অ্যাকশন, নাচ, রক্ত, ঘাম, চোট… সবকিছুই সার্থক!”
‘ওয়ার ২‘ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৪ অগস্ট।