২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই ঘোষণাকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও এতে খুশি নয় জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল।
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বাংলাদেশের বহু কাঙ্ক্ষিত সংস্কার ও নতুন সংবিধানের বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি এই শঙ্কার কথা তুলে ধরেছেন।এই তথ্য প্রকাশিত হয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম সময় নিউজে।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ তাঁর মতে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে। তাঁর দাবি, সেই একই সিস্টেমকে রেখে নির্বাচন হলে এতগুলো মানুষের শহীদ হওয়ার প্রয়োজন ছিল না বলেও জানান তিনি।এ সময় গণভবনের মতো বঙ্গভবনের পতনও তরুণদের হাত ধরেই হবে বলে হুঁশিয়ারি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
অন্যদিকে জুলাই সনদের ক্ষেত্রে বর্তমান সরকারকে একবিন্দুও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। যুব সম্মেলনে তিনি বলেন, ‘গত এক বছর ছাড় দিয়েছি। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি। জুলাই সনদে কোনো ছাড় হবে না। এক পার্সেন্ট ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না।’
নাহিদ ইসলামের বার্তা সমীকরণ এখনও শেষ হয়ে যায় নি।যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে, তারা ভুল পথে হাঁটছে। গণ-অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে।
Leave a comment
Leave a comment