কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গিদের ভয়াবহ হামলার প্রতিবাদে পাকিস্তানের মাটিতে ঢুকে মিশন ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে মোক্ষম জবাব দিয়েছে ভারত। একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পাশাপাশি পাঁচটি যুদ্ধবিমান সহ ছয়টি বিমানও ধ্বংস করা হয়। অপারেশন সিঁদুরের সেই ক্ষত কিছুতেই ভুলতে পারছে না ইসলামাবাদ। জানা যাচ্ছে, বড় ধরনের ক্ষতির মুখে পড়ে এবার ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের হয়রানি শুরু করেছে পাকিস্তান। এমনকি তাঁদের কাছে সংবাদপত্র সরবরাহও বন্ধ করে দিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই তথ্য দিয়েছে।
তবে বসে নেই দিল্লিও। পাল্টা পদক্ষেপ হিসেবে, নয়াদিল্লিতে অবস্থানরত পাকিস্তানি কূটনীতিকদের কাছেও ভারত সংবাদপত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সূত্রের খবর, ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে পাকিস্তানের এই উত্তেজনামূলক পদক্ষেপের মধ্যে রয়েছে কূটনীতিকদের উপর নজরদারি বাড়ানো। এরই পাশাপাশি অনুমতি ছাড়াই ভারতীয় কূটনীতিকদের আবাসন ও দফতরে ঢুকে পড়ার ঘটনাও রয়েছে। দিল্লি অবশ্যই ইসলামাবাদের এই আচরণকে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স-এর লঙ্ঘন হিসেবে দেখছে। তথ্য বলছে, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জেরে ব্যাপক ক্ষতির পর এই একইভাবে ভারতীয় কূটনীতিকদের হয়রানি করা হয়েছিল।
পাকিস্তানের মাটিতে ঠিক কী কী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ভারতীয় কূটনীতিকদের? জানা যাচ্ছে, গ্যাস ও জল সরবরাহের মতো মৌলিক সুবিধা পেতেও সমস্যায় পড়ছেন ভারতীয় কূটনীতিকরা। কারণ পাকিস্তানি কর্তৃপক্ষ স্থানীয় সরবরাহকারীদের ভারতীয় কূটনীতিক ও কর্তাব্যক্তিদের সঙ্গে সহযোগিতা না করার নির্দেশ দিয়েছে। কোনও উপযুক্ত কারণ ছাড়া পাকিস্তানের এসব পদক্ষেপকে, কূটনীতিকদের ভয় দেখানোর কৌশল হিসেবেই দেখছে নয়াদিল্লি।