পাক সেনাপ্রধান আসিম মুনির ও প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর যুদ্ধ হুমকির আবহের মধ্যেই ভারতের কাছে এবার সিন্ধু জল চুক্তি স্বাভাবিকভাবে কার্যকর করার আহ্বান জানাল পাকিস্তান।
সদ্য আমেরিকায় দাঁড়িয়ে ভারতকে চরম হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনাপ্রধান। সিন্ধু বাঁধ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন ভারত যদি ওখানে বাঁধ তৈরি করে, তাহলে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তা ধ্বংস করে দেবে।পাশাপাশি পাক সেনাপ্রধানের দাবি যদি মনে হয় যে আমরা ডুবে যাচ্ছি, তাহলে পাকিস্তান একা নয়, বরং অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়েই ডুববে।
যদিও মার্কিন মাটিতে দাড়িয়ে পাক সেনাপ্রধানের মুখে এমন ভাষা প্রয়োগের কড়া সমালোচনা করেছে দিল্লির।বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে যে, ভারত এই ধরণের কোনও হুমকিতে ভয় পায় না।
তবে শুধু পাক সেনাপ্রধান নন। ভারতকে সরাসরি যুদ্ধের হুমকিও দিয়ে বসেছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্রের দাবি, ‘অপারেশন সিঁদুর’ ও সিন্ধু জলচুক্তি স্থগিত রেখে পাকিস্তানের বড় ক্ষতি করেছে ভারত।এই অবস্থা জারি থাকলে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া ছাড়া উপায় থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এমন অবস্থা থেকেই বোঝা যাচ্ছে যে পহেলগাও কাণ্ডের পর সিন্ধু জল চুক্তি বাতিলে বড়ই সমস্যায় পড়েছে ইসলামাবাদ। আর এর জেরেই সালিসি আদালতের রায়ের যুক্তি দেখিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রক সোমবার ভারতকে অবিলম্বে সিন্ধু জল চুক্তি স্বাভাবিকভাবে কার্যকর করার আহ্বান জানিয়েছে।
সংবাদ মাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী ইসলামাবাদ জানিয়েছে, “আমরা ভারতকে অনুরোধ করছি অবিলম্বে চুক্তি স্বাভাবিকভাবে কার্যকর করুক এবং সম্পূর্ণ সততার সঙ্গে চুক্তির শর্ত পালন করুক।”
আসলে পহেলগামে জঙ্গি হামলার পর মে মাস থেকে ভারত এই চুক্তি কার্যকর রাখা থেকে সরে এসেছে।এমন অবস্থায় পাকিস্তানের সালিসি আদালতের রায় ভারত কোনোভাবেই মানবে না। আসলে পাকিস্তান সিন্ধু জল চুক্তিতে (১৯৬০) ভারতের দুটি জলবিদ্যুৎ প্রকল্পের নকশাকে চ্যালেঞ্জ করায়, স্থায়ী সালিশি আদালতের কার্যক্রমকে ভারত কখনই স্বীকৃতি দেয়নি।