সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের দৌসায়। কন্টেনার ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। প্রাণ গেল ১১জন পুণ্যার্থীর। আহত হয়েছেন অনেকেই। হতাহতেরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।
রাজস্থান পুলিস জানিয়েছে, বুধবার সকাল ৭’টা নাগাদ দৌসার কাছে উত্তর প্রদেশগামী রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। একটি কন্টেনার ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে পিকআপ ভ্যানের। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ১০ যাত্রীর মৃত্যু । হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও একজনের। নিহতদের মধ্যে ৭জন শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
পুলিস আরও জানিয়েছে, পিকআপ ভ্যানে যাত্রীরা সকলেই উত্তর প্রদেশের এটাওয়ার বাসিন্দা। তাঁরা রাজস্থানের দৌসায় খাদু শ্যাম মন্দিরে পুজো দিতে এসেছিলেন। পুজো দেওয়ার পর তাঁরা এটাওয়া ফিরে যাচ্ছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনার পরে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, তাঁর সরকার দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে। সরকার নিহত ও আহতদের পরিবারকে সব ধরনের সাহায্য করবে। আহতরা যাতে উন্নতমানের চিকিৎসা পায় তার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। কী কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।