কোনওভাবেই রাজনৈতিক সহমত তৈরি হচ্ছে না শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন ঘোষণা করলেও বাংলাদেশে সংস্কার এবং নতুন সংবিধান না হলে সেই নির্বাচন হবে না বলে জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
এর মধ্যেই জুলাই ঘোষণাপত্র নিয়ে সরগরম বাংলাদেশের রাজনীতির মাঠ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দাবি ওঠে অভ্যুত্থানকারীদের স্বীকৃতি দিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়নের।অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঘোষণাপত্র প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। জুলাই যোদ্ধাদের জাতীয় বীর হিসেবে ঘোষণার কথা বলা হয়। তবে, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের উল্লেখ না থাকায় প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, প্রক্লেমেশনের পরিবর্তে ডকুমেন্টসে পরিণত হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র’ ।
বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামীও। তবে, ঘোষণাপত্রকে বিএনপি স্বাগত জানালেও বিতর্ক এড়াতে সব রাজনৈতিক দলের সঙ্গে আরও আলোচনা করলে ভালো হত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তবে শুধু ‘জুলাই ঘোষণাপত্র’ নয়।ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বহু কাঙ্ক্ষিত সংস্কার ও নতুন সংবিধানের বাস্তবায়ন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি কিন্তু জুলাই সনদে কোনো ছাড় হবে না।
Leave a comment
Leave a comment