২১ আগস্টের মধ্যে নির্বাচন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে এই আশ্বাস দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। বুধবার দিল্লিতে নির্বাচন সদনে রাজ্যের মুখ্য সচিব কে তলব করে নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময় বিকেল পাঁচটার মধ্যে নির্বাচন কমিশনে হাজিরা দেন মুখ্যসচিব। দেশের মুখ্য নির্বাচন কমিশনার সহ আরো দুই নির্বাচন কমিশনার অর্থাৎ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের মুখোমুখি হতে হয় মনোজ পন্থকে। কেন কমিশনের সুপারিশ কার্যকর করা হয়নি তা জানতে চায় ফুল বেঞ্চ। প্রাথমিকভাবে মুখ্য সচিব সময় চান এবং পরে একুশ আগস্ট এর মধ্যে ওই সুপারিশ কার্যকর করার আশ্বাস দেন কমিশনকে। অর্থাৎ ভোটার তালিকায় অস্তিত্বহীন ভোটারদের নাম তোলার অভিযোগে দুজন
ইআরও এবং দুই এইআরও সহ একজন ক্যাজুয়াল কর্মী ডাটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে এফআইআর দায়ের করার আশ্বাস দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।
এদিন প্রায় ঘন্টা খানেক দিল্লি নির্বাচন সদনে ছিলেন রাজ্যের মুখ্য সচিব। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তাঁর কথোপকথন হয়। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠির বাণী কার্যত ফুল বেঞ্চকে বোঝানোর চেষ্টা করেন রাজ্যের মুখ্য সচিব। যদিও কমিশনের নির্দেশ মেনে যে কার্যকরী রিপোর্ট নিয়ে যাওয়ার কথা ছিল তা নিয়ে যাননি মুখ্য সচিব। নির্বাচন কমিশন অবশ্য নিজেদের সিদ্ধান্তে অনড়। মুখ্য সচিব যাই বলুন কমিশন পষ্ট ভাবে জানতে চাই যে কমিশনের সুপারিশ কবে কার্যকর হবে তা জানাতে হবে মুখ্য সচিবকে। মমতা ২১ আগস্ট এর মধ্যে সুপারিশ কার্যকর করার আশ্বাস দেন মুখ্য সচিব। উল্লেখযোগ্য, গত বছরের জুলাই মাসে নির্বাচনী আচরণবিধি চালু থাকার সময় নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিব ও ডিজিপিকে তলব করেছিল নির্বাচন কমিশন। সে ক্ষেত্রেও কমিশনের কাছে প্রাথমিকভাবে মার্জনা চেয়ে পড়ে কমিশনের সুপারিশ কার্যকর করে শাস্তিমূলক পদক্ষেপের থেকে রক্ষা পেয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখো সচিব ও ডিজিপি। এরাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ সেই রাস্তাতেই হেঁটে আপাতত শাস্তির খাঁড়া থেকে স্বস্তি পেলেন এমনটাই মনে করছেন কমিশনের পদস্থ আধিকারিকরা।
