বহু চর্চিত নীতিশ কাটারা হত্যা মামলার অন্যতম দোষী সুখদেব যাদব ওরফে পেহলওয়ানকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে আদেশ তাতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের মা নীলম কাটারা। তিনি এই আদেশকে “সম্পূর্ণ ন্যায়বিচারের ব্যর্থতা” বলে অভিহিত করেছেন।
সর্বোচ্চ আদালত গত ২৯ জুলাই সুখদেবের মুক্তির মৌখিক আদেশ দেওয়ার পর, সোমবার একটি বিস্তারিত রায় প্রকাশ করে জানায়, যেসব দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাদের নির্ধারিত সাজা ভোগ করেছেন, তাদের পুনর্বিবেচনা বা বিশেষ আদেশ ছাড়াই মুক্তি দিতে হবে।
তবে আদালত জানিয়েছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যেসব আসামিকে আজীবন কারাগারে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মুক্তির জন্য সাজা পুনর্বিবেচনা বোর্ডের অনুমোদন বাধ্যতামূলক।
নীতিশ কাটারা হত্যায় দোষী সুখদেব যাদবকে ২০ বছরের নির্ধারিত মেয়াদে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সুপ্রিম কোর্ট, যা শেষ হয় ২০২৪ সালের ৯ মার্চ। কিন্তু সাজা পুনর্বিবেচনা বোর্ড তার মুক্তির আবেদন বাতিল করে, তার কারাগারের আচরণের কথা উল্লেখ করে আপত্তি জানানো হয়েছিল। এরপর তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন এবং আদালত তাকে মুক্তির নির্দেশ দেয়।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নীলম কাটারা বলেন, ‘আমি একমত যে সাজা শেষ হলে মুক্তি পাওয়া উচিত। কিন্তু এখানে সাজা শেষ হয়নি। আদালতের এই সিদ্ধান্ত চরমভাবে পক্ষপাতদুষ্ট ও কষ্টদায়ক।’
নীতিশ কাটারাকে ২০০২ সালে অপহরণ করে হত্যা করা হয়, কারণ তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডি.পি. যাদবের মেয়ে ভারতী যাদবের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন ভারতীর ভাই বিকাশ যাদব, খুড়তুতো ভাই বিশাল যাদব এবং বন্ধু সুখদেব যাদব।
