ফের নারকীয় ঘটনা বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। অভিযোগ, এবার গণধর্ষণের শিকার হল বছর ২১ এর এক বিশেষভাবে সক্ষম তরুণী। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুরে। গণধর্ষণের খবর সামনে আসতেই রাজ্যেজুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই তরুণী তাঁর মামারবাড়ি থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। বরেলি থেকে মাত্র এক কিলোমিটার দূরে বলরামপুরে এক মোটর বাইক আরোহী ওই বিশেষভাবে সক্ষম মহিলার পিছু নেয়। অভিযুক্ত রীতিমতো তাড়া করে মহিলাকে ধরে জোর করে তার বাইকে তুলে নিয়ে একটি নির্জন জায়গায় চলে যায়। সেখানে ওই বাইক আরোহী মহিলাকে ধর্ষণ করেছে।
জেলার অতিরিক্ত পুলিস সুপার বিশাল পাণ্ডে জানিয়েছেন, নির্যাতিতের পরিবার গণধর্ষণের অভিযোগ করেছে। পুরো ঘটনাটি ধরা পড়েছে রাস্তার পাশে থাকা সিসিটিভিতে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিস অঙ্কুর বর্মা এবং হর্ষিত পাণ্ডে নামে দুজনকে গ্রেফতারও করেছে।
সিসিটিভির ফুটেছে ধরা পড়েছে বিশেষভাবে সক্ষম ওই তরুণী আতঙ্কে রাস্তা দিয়ে দৌড়চ্ছেন। তাঁর পিছনে তাড়া করছে ৩ টি মোটরবাইক।
পুলিস জানিয়েছে, ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে।
নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করতে চলছে জোরদার তল্লাশি।
যদিও নির্যাতিতের পরিবার পুলিসের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে পুলিস সুপার, জেলাশাসকের অফিস রয়েছে। এমন কড়া নিরাপত্তা বেষ্টিত এলাকায় কিভাবে এ ধরনের ঘটনা ঘটতে পারে?
রাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টির অভিযোগ, যোগীর শাসনে রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আর অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।বলরামপুরের ঘটনা তারই একটা প্রমাণ।