ককটেল-২ ছবিতে অভিনয়ে কৃতি শ্যানন। এই ছবিতে শাহিদ কাপুর এবং রশ্মিকা মান্দান্নাও অভিনয় করছেন বলে খবর। ছবির পরিচালক হোমি আদাজানিয়া নিজেই কৃতির অভিনয় করার কথা জানিয়েছেন। পরিচালক কৃতির একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
আদাজানিয়ার এই পোস্টের পর ককটেল-২ ছবির অভিনেতা অভিনেত্রীদের নিয়ে যে ধোঁয়াশা ছিল তা অনেকটা কেটে গেল । অর্থাৎ এটা অনেকটা পরিষ্কার হয়ে গেল যে, এই ছবির মূল চরিত্রে কারা অভিনয় করছেন।
২০১২ সালের হিট ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল ককটেল-২। ককটেল ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টি। তবে ককটেল-২ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন কৃতি শ্যানন, শাহিদ কাপুর এবং রশ্মিকা মান্দান্না
২০২৬ -এর শেষ দিকে এই ছবি মুক্তি পেতে পারে বলে খবর।
ছবিটি পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। ছবির প্রযোজনায় রয়েছেন দীনেশ ভিজান।
এই ছবিতে দ্বিতীয়বার জুটি বাঁধছেন কৃতি শ্যানন এবং শাহিদ কাপুর। এর আগে তাঁরা ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’য় একসঙ্গে অভিনয় করেছিলেন।
এক সময় শোনা গিয়েছিল, ককটেল-২ এই ছবিতে কার্তিক আরিয়ান অভিনয় করবেন। পরে অবশ্য শাহিদ কাপুর নির্বাচিত হন।
এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন কৃতি। পরিচালক এবং প্রযোজক সংস্থা ম্যাডক ফিল্মসের আশা, নিশ্চিতভাবে এই ছবি বক্স অফিসে সাড়া ফেলবে।
ককটেল ছবির মতই ককটেল টু সিনেমাতেও থাকছে ত্রিকোণ প্রেমের গল্প। এই সিনেমায় রশ্মিকাকেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অগস্ট মাসের শেষ দিকে এই ছবির শুটিং শুরু হতে পারে বলে খবর।