মহম্মদ শামির বিরুদ্ধে ফের এক চাঞ্চল্যকর অভিযোগ আনলেন প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। সমাজ মাধ্যমে বিবাহ বিচ্ছিন্ন স্বামীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, অন্য মহিলাদের পিছনে টাকা ঢালতে গিয়ে নিজের মেয়ে আইরাকেই বঞ্চিত করেছেন ভারতীয় পেসার। শামির বিরুদ্ধে কার্যত মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ এনেছেন হাসিন।
ইনস্টাগ্রামে মেয়ে আইরার স্কুলের পোশাকে একটি ছবি দিয়েছেন হাসিন। তাঁর এই পোস্ট দাবানলের মত ছড়িয়ে পড়ে। কারণ ছবিটির সঙ্গে হাসিন লিখেছেন, “শত্রুরা চেয়েছিল আমার মেয়ে যাতে ভাল স্কুলে ভর্তি হতে না পারে। কিন্তু ওপরওয়ালা ওদের মুখে কালি মাখিয়ে দিয়েছে। আমার মেয়ে একটা ভাল আন্তর্জাতিক স্কুলে ভর্তি হতে পেরেছে।” এরপরই সরাসরি প্রাক্তন স্বামীকে আক্রমণ করেন হাসিন জাহান।
প্রাক্তন স্বামী শামিকে আরেকবার আসামির কাঠগড়ায় তুলে হাসিন লিখেছেন, “মেয়ের বাবা অনেক চেষ্টা করেছিল যাতে আমার মেয়ে ভাল স্কুলে ভর্তি হতে না পারে। কিন্তু সে ওপরওয়ালা নয়। মেয়ের বাবা কোটিপতি হয়েও অন্য মহিলাদের জন্য নিজের মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল। নিজের বান্ধবীদের ছেলেমেয়েদের ভাল স্কুলে পড়াচ্ছে। আবার কোনও বান্ধবীর সঙ্গে বিমানে চড়ে ছুটিও কাটাতে যাচ্ছে। এ দিকে নিজের মেয়ের লেখাপড়ার জন্য এক পয়সাও খরচ করতে চাইছিল না।”
শেষ পর্যন্ত মেয়েকে ভাল আন্তর্জাতিক স্কুলে ভর্তি করতে পেরে ওপরওয়ালাকে ধন্যবাদ দিচ্ছেন হাসিন। সেই সঙ্গে দেশের আইনব্যবস্থার প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ভাগ্যিস দেশে আইন রয়েছে। তা না হলে আমাদের সঙ্গে কী হত তা সত্যিই জানি না।” উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশে মহম্মদ শামিকে তাঁর প্রাক্তন স্ত্রী এবং সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিতে হয়েছে। প্রতি মাসে প্রাক্তন স্ত্রীকে ৪ লক্ষ টাকা করে খোরপোশ দিতে হচ্ছে তাঁকে। যদিও এই ব্যবস্থায় সন্তুষ্ট নন হাসিন। তাঁর দাবি, খোরপোশের মূল্য ১০ লক্ষ হলে যথোপযুক্ত হত।