শীর্ষ আদালতে বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। বিহারে কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ‘সার’-এর ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলে বৃহস্পতিবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন তাদের নাম বাদ দেওয়া হল, সেই কারণও প্রকাশ্যে আনতে হবে। আদালত আরও জানিয়েছে, যাদের নাম ভুলভাবে মুছে ফেলা হয়েছে, তারা নিজেদের দাবি দাখিল করতে পারবেন এবং সেই সঙ্গে আধার কার্ডের কপিও জমা দিতে পারবেন।
বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘সার’ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হয়েছে একাধিক জনস্বার্থ মামলা। সেই সব মামলার শুনানি চলাকালে আদালত জানিয়েছে নির্বাচন কমিশনকে জেলার ওয়েবসাইটে তালিকা প্রকাশ করতে হবে যেখানে ২০২৫ সালের ভোটার তালিকায় থাকা কিন্তু খসড়া তালিকায় না থাকা ৬৫ লক্ষ ভোটারের নাম থাকবে। প্রতিটি নামের পাশে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে।
শুনানিতে বিচারপতি সূর্য কান্ত জানান, নির্বাচন কমিশন স্বীকার করেছে যে বাদ পড়া ৬৫ লক্ষ নামের মধ্যে ২২ লক্ষ মানুষ মারা গেছেন। বিচারপতি প্রশ্ন তোলেন, “যদি ২২ লক্ষ মানুষ মারা যান, তবে বুথ-স্তরে তা প্রকাশ করা হচ্ছে না কেন? আমরা চাই না নাগরিকদের অধিকার রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল হোক।”
আদালতের নির্দেশ, এই বাদ পড়া নামের তথ্য স্থানীয় ভাষায় সর্বাধিক প্রচলিত সংবাদপত্রে প্রকাশ করতে হবে এবং দূরদর্শন ও অন্যান্য চ্যানেলে সম্প্রচার করতে হবে। পাশাপাশি জেলা নির্বাচন অফিসারের সামাজিক মাধ্যমে এই নোটিস প্রকাশ করতে হবে। এছাড়াও নির্দেশে বলা হয়েছে যে প্রতিটি পঞ্চায়েত ভবন, ব্লক ডেভেলপমেন্ট অফিস ও পঞ্চায়েত অফিসে বুথ-ভিত্তিক ওই ৬৫ লক্ষ ভোটারের তালিকা নোটিসবোর্ডে ঝুলিয়ে দিতে হবে যাতে মানুষ হাতে-কলমে তালিকা দেখতে পারেন।
Leave a comment
Leave a comment