ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশ দ্রুত আত্মনির্ভরতার পথে এগোচ্ছে বলে জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি ভারত এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে দ্রুততম বর্ধনশীল দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে বলে জানিয়েছেন তিনি। অর্থনৈতিক সাফল্যের কথা বলতে গিয়ে ৬.৫ শতাংশ জিডিপি বৃদ্ধির তথ্যও তুলে ধরেন তিনি।
এদিন রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে ‘অপারেশন সিঁদুর’ এর প্রসঙ্গ।একে প্রতিরক্ষা উত্পাদনে আত্মনির্ভরতা সাফল্য হিসেবেই দেখেছেন তিনি।এই সাফল্য দেখিয়েছে যে ভারতীয় সশস্ত্র বাহিনী যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।ক্রীড়া ও প্রতিরক্ষায় নারীদের প্রশংসনীয় সাফল্যের কথাও জানান রাষ্ট্রপতি।
অন্যদিকে তিনি শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রার প্রশংসা করে বলেন এটি ভারতের আসন্ন মানব মহাকাশ মিশন ‘গগনযান’-এর জন্য অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। ভারতমালা প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন এর অধীনে জাতীয় সড়ক যোগাযোগ বিস্তৃত ও শক্তিশালী হয়েছে। কাশ্মীর উপত্যকায় রেল সংযোগ চালু হওয়াকে ঐতিহাসিক সাফল্য বলেই জানান তিনি। তুলে ধরেন মেট্রো নেটওয়ার্কের সম্প্রসারণের কথাও।
স্বাস্থ্য ক্ষেত্রে ‘আয়ুষ্মান ভারত’ যেমন কোটি কোটি মানুষকে সুরক্ষা দিচ্ছে তেমন প্রযুক্তি, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাতেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দেশ।পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নেও বৈশ্বিক কেন্দ্র হওয়ার লক্ষ্যে কাজ চলছে।
তবে আদর্শ ভারত গড়ে তুলতে দায়িত্বশীল নাগরিক হওয়ার বার্তাও দেন তিনি।বলেন পরিবেশ রক্ষায় সকলের অভ্যাস ও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ভূমি, নদী, পাহাড় ও জীববৈচিত্র্যের সঙ্গে আমাদের সম্পর্ক আরও যত্নশীল হতে হবে।
Leave a comment
Leave a comment