পুরুলিয়ায় পুজো মণ্ডপ থেকে শুরু করে মন্দিরে মন্দিরে চলছে পুজোর প্রস্তুতি পর্ব । মূর্তি গড়ার কাজে ব্যস্ত জেলার শিল্পীরা। কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ । এবারের দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়ায় মুখ্যমন্ত্রীর ওপর খুশি পুরুলিয়ার পুজো কমিটির সদস্যরা। এই অনুদান পেয়ে পুজোর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা । এর জন্য মুখ্যমন্ত্রীর প্রসংশাও করছেন তারা। অনুদান বাড়িয়ে রাজনীতি করছে মমতার সরকার, অভিযোগ বিরোধীদের। পুজো অনুদান দেওয়ার তীব্র বিরোধিতা করে বিজেপি জেলা নেতৃত্বের অভিযোগ, রাজ্যবাসীকে ঠিকমতো পরিষেবা না দিয়ে, চাকরিহারা, কর্মহারা, ডিএ সহ বিভিন্ন সমস্যার সমাধান না করে অনুদান দিয়ে পুজো কমিটি গুলোকে কাছে টানার চেষ্টা চলছে। সবই ভোটের রাজনীতি। পুজোর নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ার অভিযোগ। বিজেপির দাবি, মণ্ডপে মণ্ডপে মমতা ব্যানার্জির ছবি দিয়ে দৃশ্যদূষণ করা হয়। রাজ্যকে ঋণের দায়ে জর্জরিত করে পুজো চালানো সরকারের কাজ নয়। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, দুর্গাপুজোর অনুদান বাড়ানোর ঘোষণায় জেলার পুজো কমিটির সদস্যরা উপকৃত হবেন । জেলায় বহু ছোট ছোট পুজো কমিটিগুলো যারা পুজো ঠিকমতো করতে পারতেন না তারা এবার স্বচ্ছন্দে পুজো করতে পারবেন। বিরোধীরা বিরোধিতা করছেন । সকলের বাক স্বাধীনতা রয়েছে । কিন্তু রাজ্য সরকারের কাজ উন্নয়ন করা, সকলকে নিয়ে এগিয়ে চলা, সেটাই করছে ।