দিল্লি ও সংলগ্ন এলাকার রাস্তা থেকে সমস্ত পথকুকুর ৮ সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশের কার্যত সমালোচনা করলেন অভিনেতা রণবীর শোরে। আদালতের নির্দেশকে কার্যত ‘ভণ্ডামি’ বলে অভিহিত করেছেন শোরে। একই সঙ্গে আমিষভোজী পশুপ্রেমীদের পাশে দাঁড়িয়েছেন তিনি।
রণবীর শোরে এক্স পোস্টে লিখেছেন, ‘আপনারা পথকুকুরদের নিয়ে অত্যন্ত চিন্তিত। তাহলে যারা মাংস খায়, তাদেরও কি একইভাবে দেখবেন? আপনারা কি প্রত্যেক মানুষকে বাবার মতো সম্মান করেন?’
সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পশুপ্রেমী সংগঠন, এমনকি, বলিউড তারকাদের অনেকেই এই সিদ্ধান্তের নিন্দা করছেন। আবার কেউ কেউ আদালতের সিদ্ধান্তকে সমর্থন করছেন।
জন আব্রাহাম, জাহ্নবী কাপুর, ডেইজি শাহ সহ বেশ কয়েকজন সেলিব্রিটি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
সম্প্রতি দিল্লি ও এনসিআর অঞ্চলে কুকুরের কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন অনেকেই। এমনকি, কুকুরের কামড়ে মৃত্যুও ঘটেছে বলে দাবি করা হচ্ছে। সেই প্রেক্ষিতে জনজীবনকে নিরাপদ ও সুরক্ষিত রাখতেই সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দেয়।
