৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করেন। এদিনের ভাষণে দেশে পণ্য উৎপাদনের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমাদের মন্ত্র হবে দাম কম, দম বেশি। স্বদেশি পণ্য ব্যবহারে দেশবাসীর গর্ববোধ করা উচিত।” আগামীতে বিশ্ব বাজারে ভারতীয় পণ্য নিজের জায়গা করে নেবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
রাজনৈতিক মহল মনে করছে দেশীয় পণ্য উৎপাদনের জোর দিয়ে প্রধানমন্ত্রী কার্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিতে চেয়েছেন।
ট্রাম্পের পরামর্শ উপেক্ষা করে মোদি সরকার রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে। যে কারণে ভারতের উপর বিপুল পরিমাণ করের বোঝা চাপিয়েছেন ট্রাম্প। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণে পরোক্ষভাবে সেই প্রসঙ্গ উঠে এসেছে। এবার কার্যত আমেরিকার চোখে চোখ রেখেই কড়া বার্তা দিয়েছেন মোদি।
প্রধানমন্ত্রী বলেন,”যাই হোক না কেন ভারতকে কেউ আটকাতে পারবে না। বিশ্ববাজারে নিজেদের যোগ্যতা প্রমাণের এটাই উপযুক্ত সময়। আমাদের সেই সময় ও সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের সামনে সুযোগ এসেছে ইতিহাস তৈরি করার। আগামী দিনে ভারতীয় পণ্য বিশ্ববাজারের দখল নেবে। তার জন্য অবশ্য আমাদের উৎপাদন খরচ কমাতে হবে। বাড়াতে হবে পণ্যের গুণমান। এক্ষেত্রে আমাদের মন্ত্র হবে দাম কম দম বেশি।”
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা অন্যের উপর বেশি নির্ভর করে তাদের সমস্যাও বেশি। তারা নিজেরাই নিজেদের বিপদের কারণ। ভারত কখনওই সেটা করবে না। নিজের উপর আস্থা হারালে বিপদ। আস্থা না হারিয়ে আমাদের উচিত আত্মনির্ভর হয়ে ওঠা। দেশ আত্মনির্ভর হয়ে উঠলে কোনও কিছুর জন্য অপরের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। দেশীয় পণ্য উৎপাদন বৃদ্ধির জন্য এগিয়ে আসতে হবে নবীন প্রজন্মকে।
রাজনৈতিক মহল মনে করছে, লালকেল্লায় দেওয়া এই ভাষণে মোদি কার্যত ট্রাম্পকে কটাক্ষ করেছেন। প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে বুঝিয়ে দিয়েছেন, ভারত শুধুমাত্র আমেরিকার উপর নির্ভর করে না। ভারত একদিকে যেমন সর্বক্ষেত্রে নিজের পায়ে দাঁড়াবে, পাশাপাশি অন্য দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবে। ট্রাম্পের শুল্ক হুমকিকে তিনি আদৌ আমল দিতে রাজি নন।