শয়নে স্বপনে ভারতকে কিছুতেই ভুলতে পারছেন না ‘বিশ্বের বস’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ওপর তিনি শুল্ক চাপিয়েছেন, সেই কারণেই নাকি পুতিন তাঁর সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন!
শুক্রবার আলাস্কাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্প বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। সেই বৈঠকের আগেই তাঁর মন্তব্য, ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্কই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় আসতে রাজি করিয়েছে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সব কিছুরই একটা প্রভাব আছে। আমার প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্ক ভারতকে রাশিয়া থেকে তেল কেনা থেকে বিরত করেছে, আর সেই কারণে মস্কো তাদের দ্বিতীয় বৃহত্তম ক্রেতাকে হারিয়েছে।”
ট্রাম্প বলেন, “আপনার যদি দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হারিয়ে যায়, এবং সম্ভবত প্রথমটাও হারাতে চলেছে, তাহলে সেটা একটা বড় ব্যাপার। আমার মনে হয়, সেটারই প্রভাব পড়েছে।”
ভারত ও এই দুই সুপার পাওয়ারের শীর্ষ নেতৃত্বের বৈঠকের দিকে বিশেষ নজর রেখেছে। বিশেষ করে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের উপর যে ৫০% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করেছে, তার প্রেক্ষাপটে।
হোয়াইট হাউসের মতে, এই শুল্ক আরোপ রাশিয়ার কাছ থেকে তেল কেনার প্রতিশোধস্বরূপ।
যদিও ভারত আশাবাদী, ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধান গোটা বিশ্বে বাণিজ্য উত্তেজনা প্রশমনে সহায়ক হতে পারে।
তা সত্ত্বেও ভারতের ওপর মার্কিন হুমকির কোনও খামতি নেই। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে বলেছেন, “আলাস্কা আলোচনার ফলাফল ভাল না হলে ভারতের উপর আরও বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে। আমরা ইতিমধ্যেই ভারতের উপর শাস্তিমূলক শুল্ক বসিয়েছি রাশিয়ার তেল কেনার কারণে। এবং যদি আলোচনায় ইতিবাচক অগ্রগতি না হয়, তাহলে তা বাড়তে পারে।”
ভারত সরকার ইতিমধ্যেই এই শুল্ক আরোপকে “অন্যায়, অযৌক্তিক” বলে বর্ণনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারতের কাছে তার দেশের সাধারণ মানুষের স্বার্থই প্রধান। তেল আমদানিকে জাতীয় জ্বালানি নিরাপত্তার প্রশ্ন হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি বলেছেন, অন্য কোনও দেশের চাপের কাছে ভারত মাথা নত করবে না।
দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা চলতি মাসের শুরুতেই থমকে গেছে। সমস্যার সমাধান না হলে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে না বলে জানিয়েছিলেন ট্রাম্প। তার পাল্টা জবাবে ভারত-মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করতে প্রস্তাবিত মার্কিন সফর বাতিল করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
আগামী ২৫ আগস্ট বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দলের নয়াদিল্লি পৌঁছনোর কথা। এদিকে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী তার ঠিক দুদিন পর থেকেই অর্থাৎ ২৭ আগস্ট থেকে নতুন শুল্কনীতি কার্যকর হবে।
শুক্রবারের আলাস্কা বৈঠক নিয়ে ট্রাম্প জানিয়েছেন, “আমি বিশ্বাস করি, এখন পুতিন চুক্তি করতে প্রস্তুত। তিনি চুক্তি করবেন। আমরা দেখব কী হয়।” যদিও তিনি সরাসরি যুদ্ধবিরতির আশা না করলেও এটিকে প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে চিহ্নিত করেছেন।
তিনি জানিয়েছেন, এই বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তিনি দ্বিতীয়বার ওয়াশিংটনে বৈঠকের আমন্ত্রণ জানাবেন। সম্ভাব্য দ্বিতীয় বৈঠকে “সীমানা, ভূখণ্ড” সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
তবে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিজে কোনও শান্তিচুক্তি আলোচনা করবেন না। “আমি ওদের জন্য চুক্তি করব না, ওরা নিজেরাই করবে,” বলেন তিনি।
ট্রাম্প দাবি করেন, “পুতিন এখন আমাদের দেশকে সম্মান করে, কিন্তু বাইডেনের আমলে করত না।” তিনি বলেন, এই আলাস্কা বৈঠক একপ্রকার দাবার খেলা, যার ফলাফলে নির্ধারিত হতে পারে যুদ্ধের ভবিষ্যৎ দিক।