সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে একদিন সিরিজ হারতে হয়েছে তাদের। বিশেষতঃ ত্রিনিদাদ ও টোবাগোয় সিরিজের শেষ ম্যাচে ২০২ রানের লজ্জাজনক পরাজয় মেনে নিতে হয়েছে মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলকে। এর জেরে এবার বেতন কাটা হতে পারে মহম্মদ রিজওয়ান, বাবর আজমদের।
একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে এমনটাই।
সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজই শুধু নয়। সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে কোনও প্রতিযোগিতাতেই ইতিবাচক ফল দিতে পারছে না পাকিস্তান। শেষ ১১ টি ম্যাচের মধ্যে তারা জিতেছে মাত্র দুটিতে। প্রায় একই অবস্থা টি-টোয়েন্টিতেও। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে শেষ ১৪ টি ম্যাচে পাকিস্তানের হারজিতের সংখ্যা সমান সমান। ৭ টিতে জয়, ৭ টিতে হার। এমন খারাপ পারফরম্যান্সের জেরেই এবার দলের ক্রিকেটারদের বেতন কাটা হতে পারে বলে দাবি করা হয়েছে উক্ত প্রতিবেদনে।
ত্রিনিদাদে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ওয়ানডেতে প্রতিপক্ষের সামনে ২৯৫ রানের লক্ষ্যমাত্রা রেখেছিলেন ক্যারিবিয়ানরা। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ৯২ তেই। এর জেরে ১৯৯১ এর পর প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক একদিনের সিরিজ হেরেছে তারা। এই পরিস্থিতিতে ক্রিকেট পাকিস্তানের উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, দলের খারাপ পারফরম্যান্সের কারণে, পাক বোর্ড খেলোয়াড়দের বেতন থেকে কেন্দ্রীয় চুক্তির অংশটি বাদ দিতে পারে।
পাক ক্রিকেটারদের বেতনে কেন্দ্রীয় চুক্তির অংশটির মধ্যে আইসিসি থেকে প্রাপ্ত রাজস্ব ভাগের ৩ শতাংশ অন্তর্ভুক্ত রয়েছে। বছর দুয়েক আগে বোর্ড (PCB) খেলোয়াড়দের আইসিসির আয়ের ৩ শতাংশ দিতে কার্যত বাধ্য হয়েছিল। কারণ, এ নিয়ে তৎকালীন চেয়ারম্যানের উপর চাপ সৃষ্টি করেছিলেন দলের সিনিয়র ক্রিকেটাররা। তবে এবার দাবি করা হয়েছে, “যদিও আইনি জটিলতার কারণে বর্তমান প্রশাসন এই ব্যবস্থাটি সম্পূর্ণভাবে নির্মূল করতে পারছে না। তবুও নতুন চুক্তিতে এটি শেষবারের মতো অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।”