শিয়রে আরও একটি কলকাতা ডার্বি। রবিবার যুবভারতীতে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। মরশুমের প্রথম পূর্ণশক্তির ডার্বি হতে চলেছে এ দিন। এ দিকে ভারসাম্যের দিক থেকে এ বারের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টস এগিয়ে থাকলেও কোচ মোলিনাকে কিছুটা হলেও চিন্তায় রেখেছে কয়েকজন তারকার চোট।
কিছুদিন আগেই কলকাতা লিগের ডার্বিতে গোল করেছিলেন কিয়ান নাসিরি। সেই তিনি এবং মনবীর সিং রবিবারের ডার্বিতে খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। কোমরে চোট পাওয়া মনবীর এখনও চিকিৎসাধীন। অন্যদিকে সম্প্রতি অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছেন কিয়ানও। এই দুই তারকা ছাড়াও চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন সালাহউদ্দিন আদনান। এই পরিস্থিতিতে বিকল্প রাইট উইং হিসাবে বাগান কোচ পাসাং দর্জি তামাংয়ের কথা ভারতে পারেন বলে মনে করা হচ্ছে।
যদিও এই চোট সমস্যার মাঝেই কোচ মোলিনাকে স্বস্তি দিচ্ছেন দলের বিদেশিরা। বাগান শিবিরের ৫ জন বিদেশি ফুটবলারই এ মুহূর্তে খেলার জন্য ফিট। বৃহস্পতিবার আলবার্তো রদ্রিগেজের সঙ্গে পুরো সময়ের জন্যই অনুশীলন করতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ান সেন্টার-ব্যাক টম আলড্রেডকে। ফলে মনে করা হচ্ছে, রবিবারের ডার্বিতে এই জুটিই মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্স সামলাবেন। সঙ্গে থাকবেন উইংসে আশিস রাই এবং অভিষেক টেকচাম সিং।
মিডফিল্ডে গতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকতে পারেন আপুইয়া, অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদ। মনবীর শেষ পর্যন্ত খেলতে না পারলে সাহালকে ডান উইংয়েও দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া আক্রমণের জন্য মোলিনার হাতে রয়েছেন অস্ট্রেলিয়ান ত্রয়ী। যথাক্রমে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতোস। সব মিলিয়ে ডার্বির আগে দলের চোট সমস্যা সত্ত্বেও মোলিনা একটু হলেও স্বস্তিতে থাকতে পারেন।