মুক্তি সেই ২৯ অগস্ট। তবুও বিনোদন-দুনিয়ায় প্রায় প্রতিদিনই জায়গা করে নিচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা-জাহ্নবী কাপুরের রোমান্টিক ফিল্ম পরম সুন্দরী। সংবাদমাধ্যমে পরম সুন্দরী-র এভাবে চলে আসাটা মোটেই কিন্তু স্বস্তি দিচ্ছেনা ছবির প্রয়োজক,পরিচালক থেকে শুরু করে তাঁদের গোটা টিমকে। কারণ সব রিপোর্টের সিংহভাগ জুড়ে রয়েছে তীব্র সমালোচনা আর কটাক্ষ।
বিতর্কের শুরুটা হয়েছিল গির্জার ভিতর রোম্যান্সে মগ্ন পরম সুন্দরীর নায়ক-নায়িকা সিদ্ধার্থ-জাহ্নবীদের ঘিরে! ধর্মীয় ভাবাবেগে আঘাত বলে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের একাংশ আপত্তি তুলেছেন। দাবি করা হয়েছে ছবি মুক্তির আগে গির্জার ভেতরে প্রেমের সব দৃশ্য বাদ দিতে হবে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের সেই অভিযোগ ঘিরে এখনও পর্যন্ত ছবির টিমের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
ক্যাথলিক সম্প্রদায়ের অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগ তুলে কেউ কেউ পরম সুন্দরীর প্রযোজক, পরিচালক এবং অভিনেতাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করার দাবিও জানান।
এসবের মধ্যেই নতুন বিতর্কে পরম সুন্দরী। ফিল্ম পরম সুন্দরীর ট্রেলার ঘিরেই এবার ট্রোলড হলেন নায়িকা জাহ্নবী কাপুর। মালয়ালম ভাষায় বলা তাঁর সংলাপগুলিকে কটাক্ষে বিঁধেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাসট্রির গায়িকা-অভিনেত্রী পবিত্রা মেনন। তবে ছবির গানগুলি, কিন্তু দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
সোস্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে পবিত্রার ভিডিও বক্তব্য ছিল এরকমই। “ট্রেলারের আরও গভীরে যাওয়ার আগে, আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, ‘একজন উপযুক্ত মালয়ালি অভিনেতাকে নিয়োগ করতে সমস্যা কী? আমরা কি কম প্রতিভাবান?” তাঁর এই প্রশ্নটা কিন্তু সরাসরি নির্মাতাদের উদ্দেশ্যে।
ভিডিও বার্তায় শুধু এটুুুকু বলেই থেমে থাকেননি পবিত্রা। ট্রেলারে জাহ্নবী কাপুরের সংলাপ বলার ধরন নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন। লিখেছেন,”কী হচ্ছে” ! জাহ্নবীর ভারী উচ্চারণে হিন্দি মেশানো সংলাপ “ম্যায় থেক্কাপাতিল দামোদরন সুন্দরম পিল্লাই কেরালা সে” হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার দৃশ্যকেই বিঁধেছেন মালয়ালি অভিনেত্রী।
প্রশ্ন তুলেছেন, এই ধরণের ফিল্মে একজন উপযুক্ত মালয়ালি অভিনেত্রী নিতে অসুবিধে কোথায়! ” আমি পবিত্রা মেনন; আমি একজন মালয়ালি, এবং আমি পরম সুন্দরীর ট্রেলার দেখেছি, এবং আমার মনে এই প্রশ্নই জেগেছে,” পবিত্রার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিডিওটি শুরু হয়েছিল এভাবেই। তবে তাঁর পোস্টের পরপরই জাহ্নবী ট্রোলড হতে থাকলে দ্রুত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি মুছেও ফেলেন।
হিন্দি আর মালায়ালম ভাষার বাচনভঙ্গি যে এক নয়, সে কথাও স্মরণ করিয়েছেন পরিত্রা। দাবি করেছেন, এই ধরণের চলচ্চিত্র কেরলের বাস্তবতাকে মোটেই তুলে ধরছে না। ১৯৯০-এর দশকের মালায়ালম ছবিতেও পাঞ্জাবিদের বল্লে বল্লে সুরে অতিরঞ্জিত সংলাপের সঙ্গে এই ঘটনার তুলনা টেনেছেন। বলেছেন, “এটা ২০২৫ সাল। সবাই জানে একজন মালায়ালি কীভাবে কথা বলেন। আমরা কেবল জুঁই ফুল পরি না, মোহিনীয়াট্টমও করি।”
পরম সুন্দরীর অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রতি তাঁর কোনও ব্যক্তিগত রাগ কিংবা আক্রোশ নেই বলেও বার্তা দিয়েছেন পবিত্রা। বলেছেন, তাঁর উদ্বেগ শুধুমাত্র প্রকৃত উপস্থাপনা নিয়ে। পবিত্রা মেননের এই ইনস্টাগ্রাম পোস্টটি অনেকের সমর্থন আদায় করেছে, যদিও কেউ কেউ তাঁকে ‘ঈর্ষান্বিত’ বলেও পাল্টা কটাক্ষ করেছেন।
তুষার জালোটা পরিচালিত পরম সুন্দরী ফিল্মটি একটি আন্তঃসাংস্কৃতিক প্রেমের গল্প, যেখানে সিদ্ধার্থ মালহোত্রা একজন উত্তর ভারতের পুরুষের ভূমিকায় আর দক্ষিণী জাহ্নবী একজন মালয়ালি মহিলার ভূমিকায়। আগামী ২৯শে অগস্ট মুক্তি পাওয়ার কথা পরম সুন্দরীর। বলিউডের নতুন জুটির পর্দার রসায়ন দেখার জন্যে অপেক্ষায় দুই তারকার অনুরাগীরা।