নতুন পারমাণবিক-ক্ষমতাসম্পন্ন ও পারমাণবিক-চালিত ক্রুজ মিসাইল পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। শুক্রবার একথা জানিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মতে, যদি পরীক্ষা সফল হয়, পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় নিজেদের সুবিধা বাড়াতে এই ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে রাশিয়া।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা পরিষদের মুখপাত্র আন্দ্রিয় ইউসোভ রয়টার্সকে লিখিত বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনে চলমান যুদ্ধ সমাপ্তির বিষয়ে আলোচনায় বসতে চলেছেন। ঠিক তখনই এই তথ্য প্রকাশ করা হল।
তবে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঠিক কখন হতে পারে সেই বিষয়ে কিছু জানা যায়নি। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা বহু বছর ধরে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো থেকে গোপন তথ্য পেয়েছে। রাশিয়ার অভ্যন্তরে তাদের নিজস্ব নেটওয়ার্কও রয়েছে।
মঙ্গলবার এক রিপোর্টে রয়টার্স জানায়, দুই জন মার্কিন গবেষক এবং একটি পশ্চিমা নিরাপত্তা সূত্র বলেছে, নবায়া জেমলিয়ার বারেন্টস সি আর্কিপেলাগোর প্যানকোভোয়, বুরেভেস্টনিক (৯এম৭৩০) মিসাইলের পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেখানে ব্যাপক কার্যক্রম, কর্মী ও সরঞ্জামের প্রস্তুতি। মিসাইলের আগে পরীক্ষায় ব্যবহৃত জাহাজ ও বিমানও রয়েছে সেখানে।
যদিও সেই রিপোর্টের ব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগন এবং সিআইএ। পরীক্ষা চলছে কি না, সেই বিষয়ে হোয়াইট হাউস কিছু বলেনি। তবে ইউক্রেনের শান্তি চান প্রেসিডেন্ট ট্রাম্প।
নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ অনুসারে, রাশিয়ার বুরেভেস্টনিকের পরীক্ষার রেকর্ড খুব ভালো নয়; ১৩টি পরীক্ষার মধ্যে মাত্র দুইটিই আংশিকভাবে সফল হয়েছে। তবে, আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা বাড়াতে পারে রাশিয়ার এই পদক্ষেপ। রাশিয়া সম্ভবত এই মিসাইল পরীক্ষার মাধ্যমে কূটনৈতিক আলোচনায় নিজেকে শক্ত অবস্থানে রাখতে চায় বলে মনে করছেন বিশ্লেষকরা।