ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠল ডায়মন্ড হারবার এফসি। কিবু ভিকুনার দল জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে পৌঁছেছে শেষ চারের লড়াইতে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে শেষ চারে পৌঁছেছে, গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড। কোকরাঝড়ে তারা ৪-০ গোলে হারিয়েছে বোড়োল্যান্ড এফসিকে। অপর কোয়ার্টার ফাইনালের ম্যাচে শিলং লাজং ২-১ গোলে হারায় ইন্ডিয়ান নেভি এফটি-কে।
কলকাতার দলটি রবিবার জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে হারিয়ে দিল জামশেদপুর এফসিকে। জাতীয় দলের হেডকোচের দায়িত্বভার তুলে নেওয়ার আগে খালিদ জামিলই কোচ ছিলেন জামশেদপুর এফসির। কোচকে হারানোর ধাক্কা হয়তো এখনও কাটিয়ে উঠতে পারেনি আইএসএল-এর শক্তিশালী দলটি। ম্যাচে ডায়মন্ড হারবারের হয়ে জোড়া গোল করেছেন আর লালরাউতকিমা। রক্ষণের ভুলেই জোড়া গোল। কিবু ভিকুনার দলে মিজোরামের এই ফুটবলারই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবকে তুলে দিয়েছে সেমিফাইনালে।
অন্যদিকে, বোড়োল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড। কোকরাঝাড়ের সাই স্টেডিয়ামে তাদের জয় ৪-০ গোলের ব্যবধানে। ম্যাচে জোড়া গোল করেছেন আজারাজে। একটি করে গোল করেছেন অ্যান্ডি রডরিগেজ এবং পার্থিব গগৈ। নর্থ ইস্ট ইউনাইটেড সেমিফাইনালে মুখোমুখি হবে শিলং লাজং এফসির। শিলং লাজং এদিন ইন্ডিয়ান নেভিকে হারিয়েছে ২-১ গোলে। গতবছরও ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছিল শিলং লাজং। রবিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ০-১ গোলে পিছিয়ে থেকে ম্যাচ জিতেছে শিলং।
ম্যাচের প্রথমার্ধে ইন্ডিয়ান নেভি বিজয় মারান্ডির গোলে এগিয়েছিল। বিরতির পর শিলং লাজং এর হয়ে সমতা ফেরান দামাইফ্যাঙ লিংডো। জয়ের গোলটি এসেছে এভারব্রাইটসন সানার দৌলতে।