১৫ই অগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করার বিষয়ে ওই বৈঠকে অবশ্য সহমতে পৌঁছনো সম্ভব হয়নি। তবে ওই বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গেও এক প্রস্থ কথা বলেছেন ট্রাম্প। তারপরই মার্কিন প্রেসিডেন্ট জানান, খুব শীঘ্রই তিনি রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করতে চান। সম্ভব হলে ২২ অগস্ট এই বৈঠকে হতে পারে।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ ফোনালাপের কথা স্বীকার করে নিয়েছেন জেলেনস্কি। এক্স পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, আগামী সোমবার তিনি ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পের মুখোমুখি হবেন। হোয়াইট হাউসে সোমবার হতে চলা ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে এই খবর মিলেছে।
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ জানিয়েছেন, আগামী সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন জেলেনস্কি এবং ট্রাম্প। সম্ভবত ওই বৈঠকের পর ত্রিপাক্ষিক বৈঠকের বিষয়টি চূড়ান্ত হবে। তবে এই ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে পুতিন প্রশাসনের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রুশ মিডিয়াও এই ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে কোনও খবর প্রকাশ করেনি।
শুক্রবার আলাস্কার বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো না গেলেও পরিস্থিতির কিছুটা অগ্রগতি হয়েছে বলে দাবি করেছিলেন ট্রাম্প।