৪৮ ঘণ্টার মধ্যেই পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির কিনারা করল পুলিস। উদ্ধার হল তাঁর চুরি যাওয়া অধিকাংশ পদক। যদিও হদিশ মেলেনি সাঁতারুর প্রিয় পদ্মশ্রী পদক। অধিকাংশ পদক উদ্ধারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন বুলা চৌধুরী। তিনি বলেছেন, এগুলো শুধু নিছকই পদক বা পুরস্কার নয়, এগুলির সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে আছে।
পুলিস জানিয়েছে, সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া ২৯৫টি পদক এবং তামা, কাঁসা, পিতলের বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে। চুরির ঘটনায় জড়িত সন্দেহে কৃষ্ণ চৌধুরী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত কৃষ্ণ রিষড়ার বাসিন্দা। তার সঙ্গে এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে কৃষ্ণকে জেরা করছে পুলিশ। নিজেদের সোর্স কাজে লাগিয়ে পুলিশ অভিযুক্তের খোঁজ পায় বলে জানা গিয়েছে।
১৫ অগস্ট সকালে বুলা চৌধুরীর হুগলির হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়িতে চুরি হয়। চুরির খবর সামনে আসতেই রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়ায়। চুরির কিনারা করতে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগির নির্দেশে বিশেষ দল গঠন করা হয়। ফরেনসিক ও সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা তদন্ত শুরু করেন।
শেষ পর্যন্ত গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রিষড়া ৪ নম্বর রেলগেট এলাকার বাসিন্দা কৃষ্ণকে গ্রেফতার করে পুলিস। পুলিস জানিয়েছে, ১২ অগস্ট কৃষ্ণ প্রথমে বুলার বাড়িতে রেকি করে কিছু জিনিসপত্র চুরি করে। ১৪ অগস্ট আবারও বাড়ি ফাঁকা দেখে বুলার বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র লুট করে সে।
মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া পদক ফিরে পেয়ে খুশি বুলা। তিনি বলেছেন, “বাড়িতে চুরির খবর পেয়ে ভেঙে পড়েছিলাম। বিষয়টি মুখ্যসচিবকে জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করব বলে ভাবছিলাম। তার আগেই পুলিশ আমার অধিকাংশ জিনিস উদ্ধার করেছে। এত দ্রুত সব ফিরে পাব ভাবিনি।”
তবে তাঁর আক্ষেপ, রাষ্ট্রপতি প্রদত্ত পদ্মশ্রীর দুটি পদকের মধ্যে ছোট পদকটি এখনও মেলেনি। তিনি সেটি খুঁজে বের করার জন্য পুলিশকে অনুরোধ করেছেন।
ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দেবাইপুকুর এলাকায় টহল ও সচেতনতা আরও বাড়ানো হবে। পুলিশের অনুমান, চুরির ঘটনায় অভিযুক্ত কৃষ্ণর সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। তাদের ধরা গেলে বাকি পদকও উদ্ধার হবে।
এর আগেও বুলার হিন্দমোটরের বাড়িতে দু’বার চুরি হয়েছে। প্রাক্তন সাঁতারু বুলা তাঁর হিন্দমোটরের বাড়িতে একটি মিউজিয়াম গড়তে চান বলে জানিয়েছেন। সেই মিউজিয়ামে বুলা তাঁর পাওয়া সব পুরস্কার রাখতে চান।
Leave a comment
Leave a comment