রবিবার ভোরে গুলি চলল বিতর্কিত ইউটিউবার এলভিস যাদবের বাড়িতে।গুরুগ্রামের সেক্টর ৫৭-এ বিগ বস বিজেতা ইউটিউবার এলভিসের বাড়ি।পুলিশের দেওয়া তথ্য অনুসারে ভোর প্রায় ৫টা ৩০ মিনিট থেকে ৬টার মধ্যে তিনজন মুখোশ পরা দুষ্কৃতী মোটরবাইকে এসে যাদবের বাড়ির সামনে দাঁড়িয়ে ২৫-৩০ রাউন্ড গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। একতলায় একের পর এক গুলি লাগলেও তবে কেউ আহত হননি বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে ইউটিউবার এলভিস যাদব সাধারণত দোতলা বা তিনতলায় থাকেন। তবে এদিন ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তিনি হরিয়ানার বাইরে থাকলেও তাঁর পরিবারের কয়েকজন সদস্য এবং কেয়ারটেকার বাড়ির ভিতরেই ছিলেন।
সংবাদমাধ্যমের কাছে এলভিস যাদবের বাবার বক্তব্য অনুযায়ী, বাইকে করে তিনজন মুখোশধারী আসে। একজন বাইকে বসেছিল, আর বাকি দুজন নেমে গুলি চালাতে শুরু করে। তারা প্রায় ২৫-৩০ রাউন্ড গুলি চালায় এবং পালিয়ে যায়।যদিও এই হামলার আগে কোনও হুমকি আসেনি বলে জানিয়েছেন তিনি।তবে পুলিশ চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘটনাস্থল থেকে ফরেনসিক তথ্য সংগ্রহ করেছে।
পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে
কে এই এলভিস যাদব?
২৭ বছর বয়সি এলভিস প্রথমে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পান। পরে ২০২৩ সালে বিগ বস সিজন দুই জিতে আরও জনপ্রিয় হন।কিছু মিউজিক ভিডিও এবং ছবিতে অভিনয় করা এলভিসের বিশাল ফ্যান ফলোয়ারও রয়েছে।অন্যদিকে তাকে নিয়ে বিতর্কও কম নেই।গত বছরই নয়ডা পুলিশ তাঁকে রেভ পার্টিতে সাপের বিষ ব্যবহার করা নিয়ে একটি মামলায় গ্রেফতার করেছিল।পরে জামিন পেলেও মামলাটি এখনও চলছে।
Leave a comment
Leave a comment