কলকাতা লিগের পর এবার ডুরান্ড ডার্বি। মর্যাদার লড়াইতে ফের মোহনবাগানকে টেক্কা দিল ইস্টবেঙ্গল। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অস্কার ব্রুঁজোর ফুটবলাররা ২-১ গোলে পর্যুদস্ত করল হোসে মোলিনার ফুটবলারদের। লাল-হলুদের হয়ে দুই অর্ধে ১ টি করে গোল করেছেন হামিদের পরিবর্ত হিসেবে নামা দিমিত্রি দিয়ামানতাকোস। দিমিত্রি তাঁর প্রথম গোলটি করেছেন পেনাল্টি থেকে। মোহনবাগানের হয়ে ব্যবধান কমিয়েছেন অনিরুদ্ধ থাপা।
জোড়া গোল দিমিত্রির। ডার্বি জয় ২-১ ব্যবধানে। গ্যালারি জুড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস লাল-হলুদের সদস্য-সমর্থকদের। ম্যাচের নায়ক দিমিত্রির নামে উঠেছে মুহুর্মুহু জয়ধ্বনি। জয়ধ্বনি ছিল দলের স্পেনীয় কোচ অস্কার ব্রুঁজোকে ঘিরেও। তাঁরই মগজাস্ত্রে বধ হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের স্পেনীয় কোচ হোসে মোলিনা। ইস্টবেঙ্গল কোচ ব্রুঁজো, আনফিট হামিদের বদলি হিসেবে দ্রুত নামিয়েছিলেন দিমিত্রিকে। আর সেই পরিবর্তনই ডার্বির ফারাক গড়ে দিয়েছে।
গ্রিক ফুটবলার দিমিত্রির প্রথম গোল ম্যাচের ৩৮ মিনিটে। মোহনবাগান বক্সে পিছন থেকে আগুয়ান বিপিন সিংকে ফাউল করলেন আশিস রাই। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করেন দিমিত্রি। মোহনবাগান গোলরক্ষক বাঁদিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। দিমিত্রির দ্বিতীয় গোলটি হয়েছে ম্যাচের ৫২ মিনিটে। বক্সে সতীর্থ মহেশ সিংয়ের বাড়ানো পাসে বাঁ পায়ে শট নেন দিমিত্রি। বল বাগানের আলবার্তো রডরিগেজের গায়ে ডিফ্লেক্ট হয়ে জালে জড়িয়ে যায়।
ভরা গ্যালারিতে ডার্বি ম্যাচে জোড়া গোল। দ্বিতীয়টির পরপরই জার্সি খুলে উৎসব মেতেছিলেন দিমিত্রি। রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেও উচ্ছ্বাস প্রকাশের কমতি ছিল না ইস্টবেঙ্গলের গ্রিক স্ট্রাইকারের। দু গোলে পিছিয়ে থাকা মোহনবাগান এরপরই তেড়েফুড়ে আক্রমণে উঠেছিল।
অন্যদিকে আক্রমণের ঝাঁঝ কমিয়ে কিছুটা রক্ষনাত্মক ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল।
মোহনবাগান সুযোগ তৈরি করলেও শেষ করতে পারেনি। বিপক্ষের বক্সে জটলায় খেই খারিয়ে ফেলছিল তাদের যাবতীয় প্রয়াস। ম্যাচের ৬৯ মিনিটে এমন জটলার মাঝেই ব্যবধান কমিয়েছেন বাগানের আগুয়ান ডিফেন্ডার অনিরুদ্ধ থাপা।পরিবর্ত হিসেবে নেমেও ম্যাচে দাগ কাটতে পারেননি জেসন কামিংস। তবে লিস্টন কোলাসের ফ্রিকিক বারে লেগে ফেরত এসেছে।
যুবভারতীতে বস্তুতপক্ষে ম্যাচের প্রথম ৪৫ মিনিট সেভাবে খেলতেই পারেননি হোসে মোলিনার প্রথম একাদশ। ইস্টবেঙ্গল বক্সে দানা বাঁধেনি তাদের কোনও আক্রমণ। প্রথমার্ধের ইনজুরি টাইমে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে বক্সের অনেকটা দূর থেকে শট নিয়েছিলেন আপুইয়া। পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায় সেই বল।
অন্যদিকে যুবভারতীতে মর্যাদার লড়াই শুরু হওয়ার পর থেকে গোলের জন্য ঝাঁপিয়েছিল লাল-হলুদ ব্রিগে্ড। খেলা শুরু মিনিট দুয়েকের মধ্যে মরোক্কান স্ট্রাইকার হামিদ আহদাদ বক্সের দূরহ কোন থেকে বিপক্ষের গোলে শট নেন। সেই বল গোলে ঢোকার আগে দুরন্ত সেভ করেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। লাল হলুদে যোগ দিয়ে প্রথম ডার্বিতে খেলতে নেমেছিলেন হামিদ। কিন্তু ম্যাচে ১৬ মিনিটের মাথায় চোট পেয়ে বসে পড়েন। হামিদের পরিবর্ত হিসেবে নামেন দিমিত্রি দিয়ামানতাকোস। যাঁর জোড়া গোলেই ডুরান্ড ডার্বি জয়।
শেষমেষ ২-১ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। আর দলের গ্রিক ফুটবলারের জোড়া গোল মশাল জ্বালিয়েছে যুবভারতীর ভরা গ্যালারিতে।
ইস্টবেঙ্গল এফসি-
প্রভসুখন গিল-গোলরক্ষক, আনোয়ার আলি, লালচুংনুঙ্গা,কেভিন সিবিয়ে,মহম্মদ রকিপ, মিগুয়েল ফিগুয়েরা, এডমন্ড লালরিনডিকা, মহেশ সিং,সাউল ক্রেসপো(অধিনায়ক),বিপিন সিং, হামিদ আহদাদ (দিমিত্রি দিয়ামানতাকোস)
মোহনবাগান এসজি
বিশাল কাইথ, টম আলড্রেড, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ,আলবার্তো রডরিগেজ,পাসাং তামাং(জেসন কামিংস), অভিষেক চেকচাম, জেমি ম্যাকলারেন(অধিনায়ক) আশিস রাই, আপুইয়া